সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ যেন Nano-র থে’কেও ছোট, একবার ফুলচার্জেই দৌ’ড়া’বে ১৫০ কিমি! রইলো নতুন ইলেক্ট্রিক গাড়ি

শীরভাগ মানুষই ছোটো চার চাকা গাড়ি বলতে রতন টাটার বানানো ন্যানো গাড়ি কেই বুঝি, তবে এখন এর চেয়েও ছোট সাইজের নতুন গাড়ি আবিষ্কার করেছেন চিনা সংস্থা গিলি। এটি একটি বৈদ্যুতিক কার। বর্তমানে বাজারে এধরনের গাড়ির চাহিদা অনেক বেড়েছে। কারন সব দেশেই অল্প বিস্তর পেট্রোলের দাম বেড়েছে তাই ইলেকট্রিক সাইকেল বা গাড়ির চাহিদা যত দিন যাচ্ছে বাড়ছে।

তাই নতুন আবিষ্কৃত গাড়িটির কি কি ফেসিলিটি রয়েছে আসুন জেনে নেওয়া যাক। এই গাড়িটিতে বলা হচ্ছে একবার চার্জ দিলেই ১৫০ কিমি পর্যন্ত যেতে পারবে। প্রধানত শহরে চালানোর জন্যই এটি বানানো হয়েছে। এই গাড়িতে ৪ জন বসতে পারবে। রয়েছে ২টি দরজা। পার্কিং-এর ক্ষেত্রেও সমস্যা হবে না।

গাড়ি ছোট ফলে কম জায়গায় পার্কিং করা যাবে। এছাড়া গাড়ির হেডলাইট ও টেল লাইট ডিজাইন করা হয়েছে পান্ডার চোখের মতো করে। যে গাড়িটির রং সাদা ও কালো। ঠিক পান্ডার মতো। এই গাড়িটি টাটা কোম্পানির ন্যানো গাড়ির থেকেও ছোট। গাড়িটি চলবে বৈদ্যুতিক সিস্টেমে।

আরো খবর: আজ মঙ্গলবার, কি বলছে আপনার রাশিফল (27.12.2022)

এই নতুন গাড়িটির নাম গিলি পান্ডা মিনি ইভি । যার দৈর্ঘ্য ৩,০৬৫ মিলিমিটার। এই গাড়িটি LFP ব্যাটারির যুক্ত ৩০KW ক্ষমতার একটি গাড়ি। তবে এই গাড়িটি ভারতে আসার সম্ভাবনা কতটা আছে তা বলা যাচ্ছে না। কারন এটি লঞ্চ করছে চীন দেশে।

পরের বছরই এটা লঞ্চ করবে বলে আশা রাখছে গিলি কোম্পানি। মূলত,বাজারে ৪,৭১,০০০ টাকা দিয়ে গাড়িটি পাওয়া যাবে। এর টপ ভেরিয়েন্টের দাম ৫,৯৫,০০০ টাকা। এই চীনা সংস্থা তরুণ প্রজন্মের জন্য বাজারে এই গাড়িটি আনছে বলে জানিয়েছে তারা।