সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরে মহাকাশে শ’ক্তি বা’ড়া’বে ISRO, টে’ক্কা দি’তে পা’র’বে না কো’নো দেশ

আগামী বছর ২০২২ সালে ভারতের ইসরো এমন অনেক মহাকাশ অভিযান চালাতে চলেছে। ইসরো মহাকাশের বিশ্বে ভারতের শুধু শক্তিই বাড়াবে না, গোটা বিশ্ব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র কাছে সামনে মাথা নত করবে। একই সময়ে, ভারতীয় মহাকাশ শিল্পও ২০২২ সালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

২০২১-র তুলনায়, ২০২২ সাল ভারতীয় মহাকাশ শিল্পের জন্য একটি নতুন ইতিহাস লিখবে। এই বছর ভারতীয় মহাকাশ মিশন প্রোগ্রাম ‘গগনযান’ মিশনের সঙ্গে শুরু হবে এবং ২০২২ সালের শেষ নাগাদ ভারতীয় মহাকাশ সংস্থা দুটি মনুষ্যবিহীন মিশনও চালু করবে। পাশাপাশি ভারত সরকার আরও জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় মহাকাশ সংস্থা ভেনাস মিশন, সোলার মিশন এবং স্পেস স্টেশন তৈরির মিশন শুরু করতে চলেছে।

ভারত সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে যে, ২০২২ সালে ISRO খুব গুরুত্বপূর্ণ মহাকাশ প্রোগ্রাম ভেনাস মিশন শুরু করবে।তবে, কোভিড মহামারীর কারণে ভারতের মহাকাশ কর্মসূচিতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে এই বছর ভারত আরও অনেক মিশন চালাতে চলেছে।