সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর দিকে ধে’য়ে আ’সা ধূমকেতুর কি চাঁদে আ’ছ’ড়ে পড়ার সম্ভাবনা রয়েছে?

দানবাকার এক ধূমকেতু ছুটে আসছে পৃথিবীর দিকে।তার নাম রাখা হয়েছে C/2017 K2, এই ধূমকেতু নাকি এখন পৃথিবীর দিকে আসছে ঠিকই কিন্তু তারপরেই সেটা ছুটবে চাঁদের দিকে।

বিজ্ঞানীরা এই বিষয় নিয়েই দারুন ভাবে এখন চিন্তায়, কি হবে? ২০১৭ সালে নাকি এর খবর পাওয়া গিয়েছিল কিন্তু সেটাই এবার আসছে আগামী ১৪ জুলাই পৃথিবীর দিকে।

তখন এটি ধরা পরেছিল তখন এটি ছিল শনি ও ইউরেনাসের মাঝামাঝি, এবার সেটাই পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ২০১৭ সালে নাসার হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে এটিকে আবিষ্কার করা হয়েছিল।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দা’মি আম এটি, এক কেজির মূ’ল্য মা’ত্র ২.৭০ লক্ষ টা’কা

তবে এখন তার অবস্হান নাকি ২৭০ মিলিয়ন কিমি দূরে পৃথিবী থেকে। এটি এখনও ভয়ের কোনো পরিস্হিতি তৈরী করে নি ঠিকই কিন্তু চাঁদের বুকে আছড়ে পরা নিয়ে দারুণ চিন্তায় বিজ্ঞানীরা।

ধূমকেতুর উৎস স্হল হল উর্ট ক্লাউড। এখানেই ধূমকেতু তৈরী হয়ে থাকে। অনেক সময় বিভিন্ন কিছুর আকর্ষণে এই উর্ট ক্লাউড থেকে ধূমকেতু বেড়িয়ে আসে, আর সেটা কোনো না কোনো গ্রহের বুকে আছড়ে পরে নয়তো কানের পাশ দিয়ে বেরিয়ে যায়।

এবার C/2017 K2 ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে দারুন গতিবেগের সাথে যার আগামী পথ কি হবে সেটা খুবই চিন্তার।