সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’র্থি’ক স’ঙ্ক’ট নিত্যসঙ্গী? এই জিনিসটি ঘরে রে’খে দেখুন! ফল মি’ল’বে হাতেনাতে

সৎ পথে অর্থ উপার্জনের জন্য মানুষ কি না করে। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে। কেউ শারীরিক শ্রম করেন তো কেউ বুদ্ধি খাটিয়ে কাজ করেন। সব ব্যক্তিরাই চান যে তাঁর যেন অর্থের অভাব না থাকে। বাস্তু শাস্ত্রে এমন কিছু জিনিসের বিষয়ে বলা হয়েছে যা আপনার জীবেনকে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে। এমনকি যে কোনো ধরণের আর্থিক সমস্যা এবং দুঃখ–দুর্দশা থেকেও রক্ষা করবে। সমস্যায় জর্জরিত হয়ে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু শাস্ত্রের সাহায্য নিয়ে লাভবান হয়েছেন এমনটাও দেখা গিয়েছে বহু ক্ষেত্রে।

মা লক্ষ্মীকে প্রসন্ন করতে অনেকেই অনেক কিছু করে থাকেন এবং তিনি যাতে ঘরে সুখ-শান্তি বয়ে নিয়ে আসেন সে জন্য ভক্তি ভরে তাঁর পুজো করেন বিভিন্ন তিথিতে। বাস্তু শাস্ত্র মতে বাড়িতে রুপোর ময়ূর রাখলে যে কোনও আর্থিক সমস্যা এবং বৈবাহিক জীবনে সমস্যার সমাধান হয়।

রূপোর ময়ূর খুবই লাভজনক বলে বিশ্বাস করা হয়। এই ময়ূর বাড়িতে রাখলে বাড়ির হারিয়ে যাওয়া শান্তি ফিরে আসে। তবে যে সে রুপোর ময়ূর নয়, হতে হবে একটি বিশেষ ধরণের ময়ূর মূর্তি। রুপোর ময়ূরের কাজ চমৎকার। রুপো অত্যন্ত শুভ ধাতু। অন্যদিকে হিন্দু শাস্ত্র মতে ময়ূর বহু দেব-দেবতার অত্যন্ত প্রিয়। আর যখন এই দুটি জিনিসই একত্রিত হয় তখন এর ইতিবাচক ফলাফল লক্ষ্য করা যায়। তাই রূপোর ময়ূর ঘরে রাখলে সংসারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়।

আপনি কি প্রায়ই আর্থিক সংকটে ভোগেন? অর্থ সঞ্চয় কোনভাবেই হচ্ছে না? কি করবেন কিছুই বুঝতে পারছেন না? এইসব সমস্যা থেকে আপনিও মুক্তি পেতে পারেন। তাহলে বাড়িতে রাখতে পারেন রুপোর ময়ূর। তবে খেয়াল রাখতে হবে এই ময়ূর যেন নৃত্যরত হয়। এই ধরনের আর্থিক সংকট ময়ূরই দূর করে।

শুধু আর্থিক সংকট দূরই করে না পাশাপাশি সাংসারিক মনোমালিন্য এবং সাংসারিক কলহ থেকেও রুপোর ময়ূর মুক্তি দেয়। বিবাহিত জীবন কোনো কারণে সুখের না হলে মানসিক দিক থেকেও অশান্তি লেগে থাকে। ঠিক সেই সময় যদি একটি রুপোর ময়ূরের দম্পতি বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন তা যেন ম্যাজিকের মত কাজ করছে।

রুপোকে সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বাস্তু মতে, ময়ূর দম্পতি আপনার বিবাহিত জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। বিশ্বাস করা হয়, বিবাহিত মহিলাদের রৌপ্য ময়ূরের তৈরি কৌটোতে সিঁদুর রাখা শুভ।

রুপোর ব্যবহার পুজোর ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রুপো ধাতু বাড়ির উপাসনাগৃহকে শান্ত রাখে। যে কোনো পুজোয় মনোবাসনা সফল হয়। নিজের ভাগ্য উজ্জ্বল করতে চাইলে, লকারে রাখতে হবে রুপোর ময়ূর। রুপোর ময়ূরটি ড্রয়িং রুমে রাখাই সবচেয়ে ভালো। এটি কিনতে হবে যে কোনও পূর্ণিমার দিন। এটি দুর্ভাগ্য কাটিয়ে প্রতিটি কাজে সাফল্যে আনবে। মনে করা হয় এটি মানুষের জীবনকে মঙ্গলময় করে তুলতে পারে। রুপোলি ময়ূর জীবনে সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী, রুপোর ময়ূর নেগেটিভিটি দূর করে।