সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড কি এখনো ভ’য়’ঙ্ক’র? ১ জনের মৃ’ত্যু প্রতি ৪৪ সেকেন্ডে!

করোনা কি চলে গেছে, রিপোর্ট কি বলছে? এমন ধারণা মানুষের মনে চেপে বসেছে যে করোনা কিন্তু আর নেই তেমন একটা। তাই স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে, সাথে মাস, সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও তেমন একটা মাথায় রাখছে না। কিন্তু বিশ্ব জোড়া করোনার রিপোর্ট কি বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয় নিয়ে কি বলছেন? জানা যাচ্ছে বিশ্ব জুড়ে নাকি প্রতি ৪৪ সেকেন্ডে এক জন করে কোভিড আক্রান্তের মৃত্যু ঘটছে।

ইতিমধ্যেই হু এর তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে, তাদের দাবি করোনা যে একেবারেই চলে গেছে, সেটা বলার সময় এখনও আসে নি। ইউরোপে মৃত্যুর সংখ্যা কমেছে। কিন্তু করোনা এখনও দূর হয় নি। টেড্রস এডানম সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বে করোনায় মানুষের মৃত্যুর সংখ্যা কমেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে যায় নি। আগামী দিনে পরিস্থিতি যে হাতে বাইরে চলে যাবে না, সেটা এখনই বলা যাচ্ছে না।

আমাদের এখন আরও বেশী সতর্ক থাকা উচিৎ। পরিস্থিতি একেবারে ঠিক হয়ে গেছে এটাভাবটাই সবথেকে ক্ষতিকারক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী যেটা জানানো হচ্ছে, প্রতি সপ্তাহের রিপোর্ট অনুযায়ী এবার বলা যেতেই পারে সংক্রমণ অনেকটাই কম। যদি চলতি বছরের ফেব্রুয়ারীর কথা বলা যায় তাহলে সেটার থেকে ৮০ % সংক্রমণ কমেছে।

আরো পড়ুন: তুলসী গাছের পা’শে এই বিশেষ জিনিসটি রেখে দিন, মা লক্ষ্মীর ব’জা’য় থা’ক’বে সবসময়

তবে আবার চিন্তার বিষয় মাথা চাড়া দিয়ে উঠেছে যে গত সপ্তাহের হিসেবে প্রতি ৪৪ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে করোনায় সারা বিশ্বে। তাই পুরোপুরি ভাবে এখনও বলা সম্ভব নয় যে, করোনা আমাদের মাঝে আর নেই। বিভিন্ন দেশের সরকারকে নিজেদের দেশের স্বাস্থ্য কাঠামো ও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া মাস্ক ছাড়া রাস্তায় বেড়নো বন্ধ করতে হবে, বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে।