সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

iphone 14: লঞ্চের আগেই ফাঁ’স হয়ে গেল লুকস, দেখে নিন ঝ’ল’ক

বাজারে প্রায় এসে গেল আইফোন ১৪ , আজ্ঞে হ্যা আর হয়তো বেশিদিন নেই, বাজারে আসতে চলেছে iPhone 14 সিরিজের ফোনগুলি। এই খবর কানে আসা মাত্রই টেক প্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

গত কয়েকবছর থেকে লক্ষ্য করলে দেখা যাবে আইফোন গুলোর মডেলে তেমন একটা পরিবর্তন আসে নি। তবে এবার একটা বিশাল পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে আইফোন ১৪ র।

যেটার মধ্যে দারুণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলেই খবর। নতুন মডেলে হোল পাঞ্চের সঙ্গেই ডিসপ্লেতে পিল ডিজাইন দেখা যাচ্ছে, যেটা খুবই আকর্ষণীয়।

আরো পড়ুন: নোরা ফতেহি কি অন্তঃসত্ত্বা? ইন্ডাস্ট্রিতে গু’ঞ্জ’ন

একেবারে আগের ধারা অনুযায়ী এই আইফোন মডেলের iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max মডেলগুলি লঞ্চ হবে। আগামী ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই ফোন রিলিজ হওয়ার কথা রয়েছে।

তবে আইফোন ১৪ মিনি লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই এই বছর। এমনটা জানা যাচ্ছে , অনেকেই মনে করছে আইফোন ১২ ও আইফোন ৪ এর মিশ্রণে তৈরী করা হচ্ছে এই আইফোন ১৪।

আপাতত যে সব নতুন জিনিস লক্ষ্য করা গেছে এই আইফোন ১৪ তে সেগুলো হল, স্পীকার গ্রীল, ফোনে থাকার সম্ভাবনা আছে ডুয়াল স্টিরিও স্পীকার। তবে ডিজাইনে আধুনিকতার ছোঁয়া থাকলেও তেমন ভাবে য়োবাইলের স্পেস পরিবর্তন হচ্ছে না তেমন ভাবে।

এদিকে ছবি দেখে যতটুকু জানা গেছে iPhone 14 এর ডিসপ্লের উপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নীচে সেলফি ক্যামেরা কাট আউট দেখা গিয়েছে, এবার হয়তো ফেস আইডি সেন্সর দিতে পারে অ্যাপেল।