সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজেট ২০২৩: বাজেটের দিকে তা’কি’য়ে বিনিয়োগকারীরা, মু’হূ’র্তে চাঙ্গা শেয়ার বাজার

আজ ১লা ফেব্রুয়ারী আর আজ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কিন্তু বাজেট পেশ করার আগেই শেয়ার বাজারে যেন লক্ষীলাভ।কারণ শেয়ার বাজার বাজেটের নাম শুনেই যেন চাঙ্গা ঘয়ে উঠেছে। আজ সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি-র সূচক।

গতকালের হিসেবে ৪৪৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেন্সেক্স। সূচক পৌছে যায় ৫৯,৯৯৩ পয়েন্টে। নিফটি পৌছে যায় ১৭,৮০০ পয়েন্টে। এই বাজেট পেশ নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট পেশ, দ্বিতীয় বার সরকার গঠন করার পর।

আগামী বছর লোকসভা ভোট সেই কথা মাথায় রেখেও বাজেট পেশ করলেন কেন্দ্রীয় সরকার এমনটা অনেকেই মনে করছে। আর সেই কারণেই এই বাজেট যে ফারুণ ভাবে তাতপর্যপূর্ণ হবে সেটা অনুমান এখন থেকেই করা যাচ্ছে।

আরো খবর: বাজেট ২০২৩: দেশজু’ড়ে ৩৮ হাজার শিক্ষক নি’য়ো’গ হবে, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এদিকে আবার আজ বাজার খোলার পর আইসিআইসিআই ব্যাঙ্ক, ইউপিএল, ব্রিটানিয়া, হিন্ডালকো, ডিভিস ল্যাবস, জেএসডব্লিউ স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টসের শেয়ার দর সবথেকে বেশী বৃদ্ধি হয়েছে।