সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পু’লি’শ থে’কে পু’লি’শ স্টে’শ’ন প’র্য’ন্ত ভা’ড়া! চ’র’ম বি’ত’র্কে’র সৃ’ষ্টি এই রাজ্যে

পুলিশ থেকে পুলিশ স্টেশন পর্যন্ত ভাড়া! চরম বিতর্কের সৃষ্টি এই রাজ্যে

শুরু হয়েছে একপ্রকার বিতর্ক এবং ক্রমশই বি’ত’র্ক আরো জোরালো হচ্ছে। আর এই বি’ত’র্কটি চরমে ওঠার মতনই একটি বিষয় সে বিষয়টি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ঘটনাটি হল কেরলের, যেখানে শুধুমাত্র কনস্টেবল বা ইন্সপেক্টর নয় ভাড়া পাওয়া যায় আস্তো পুলিশ থেকে শুরু করে পুলিশ স্টেশন। যদিও সকলের ক্ষেত্রে ভাড়ার রেট আলাদা আলাদা। এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে জানতেই চমকে গিয়েছেন সকলে কারণ এমন বিষয়টি আগে কখনো কেউ শোনেনি।

কনস্টেবলের ভাড়া ৭০০ টাকা, এএসআইয়ের ভাড়া ১৮৭০ টাকা, আবার পুরো পুলিশ থানা তার দাম ৩৩ হাজার টাকা। তবে এসবের মধ্যেও রয়েছে আবার নানান তফাৎ যেমন দিনে একরকম রেট রাতের ভাড়া আবার অন্যরকম। আসুন জানা যাক সেই ব্যাপারে সবিস্তারে একজন কনস্টেবলের আবার রাতের ভাড়া কিন্তু ১০৪০ টাকা, তেমনি এস আই এর রাতের দর ২২১০ টাকা।

তবে শুনলে আরো চমকে যেতে হয় উচ্চপদস্থ আধিকারিকদেরও নাকি ভাড়া পাওয়া যায় সেখানে। অবশ্য তার জন্য বেশি টাকা গুনতে হবে। কারণ পুলিশ অফিসার এসোসিয়েশনের সূত্রে যা জানা গিয়েছে তা হল একজন ইন্সপেক্টর দিন প্রতি দর ২৫৬০ টাকা অথচ এই ইন্সপেক্টরেরই রাতের ভাড়া ৪৩৬০ টাকা। সার্কেল অফিসারের দিনের ভাড়া ৩৭৯৫ টাকা রাতের ভাড়া 4750 টাকা। এমনকি পুলিশ বিভাগের স্নিফার ডগও ভাড়া পাওয়া যায়, সেখানে তার বিনিময়ে খরচ করতে হয় ৬৯৫০ টাকা। পুলিশের ওয়ারলেস সেটের ভাড়া রয়েছে ২৩১৫ টাকা। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞের প্রয়োজন পড়লেও তাও পাওয়া যায় মাত্র ৬০৭০ টাকার বিনিময়ে।

তবে এ প্রসঙ্গে আরো জানা গিয়েছে যে কেরলে নাকি পুলিশ আইনের স্পষ্ট করেই তার উল্লেখ রয়েছে, কোন ব্যক্তি বিনা পয়সায় পুলিশ ভাড়া নিতে পারবে না তবে আপাতত এই বিষয়টি জানাজানি হওয়াতে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে।