সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’নি’য়ো’গ করুন পোস্ট অফিসের এই স্কী’মে, পেনশন মিলবে ২৫০০ টা’কা

কম ঝুঁকিতে লাভবান হতে চাইলে পোস্ট অফিসের দুর্দান্ত কিছু স্কিম রয়েছে গ্রাহকের জন্য। পোস্ট অফিসের এমআইএস স্কিম পেনশন প্রকল্পের জন্য অন্যতম লাভদায়ক প্রকল্প। প্রতিমাসে একবার বিনিয়োগ করলে সুদের আকারে তার সুবিধা নেওয়া যেতে পারে। দশ বছর বয়সের বেশি বয়স হলেই একাউন্ট খোলা যেতে পারে।

সন্তানদের নামে কেউ অ্যাকাউন্ট খুললে প্রতি মাসে যে সুদ পাবেন সেখান থেকে টিউশন ফি দিতে পারেন। সর্বনিম্ন হাজার টাকা থেকে সর্বোচ্চ 4.5 লক্ষ টাকা জমা করা যেতে পারে। 6.6 শতাংশ সুদের হারে রিটার্ন পাবেন। সন্তানের বয়স 10 বছরের কম হলে তাদের পিতামাতা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। স্কিমের মেয়াদ থাকে পাঁচ বছর।

সন্তানের বয়স দশ বছর হয়ে গেলে তার নামে দু লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে 6.6 শতাংশ হারে সুদ বাবদ এগারোশো টাকা ফেরত পাবেন। সুদের পরিমাণ হবে 66 হাজার টাকা। সঙ্গে দু লক্ষ টাকা ফেরত পাবেন। শিশু শিক্ষার জন্য পিতা-মাতার কাছে এটি একটি বড় সাহায্য। একক হিসেবে বা তিনজন প্রাপ্ত বয়স্কদের সঙ্গে মিলে যৌথ একাউন্ট হিসেবে খোলা যেতে পারে এই একাউন্ট।

সাড়ে তিন লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে 1925 টাকা ফেরত পাওয়া যাবে। স্কুলের পড়ুয়াদের জন্য যা অত্যন্ত লাভজনক। স্কুল ফি, টিউশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটানো যেতে পারে।