সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে তৈ’রি প্রথম বিমানবাহী রণতরী INS VIKRANT-র যাত্রা শু’রু হ’লো আনুষ্ঠানিক ভা’বে

ভারত যতদিন যাচ্ছে আরো নিজেকে শক্তিশালী করে তুলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে ভারতের সামরিক দিক অনেক উন্নত হচ্ছে। সম্প্রতি জানা যাচ্ছে যে, প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ করে এদেশে তৈরি হলো প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে।

এই রণতরীতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯কে-র মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধজাহাজে। তবে এটাই প্রথম নয় এর আগেও ভারতে একটি যুদ্ধ জাহাজ ছিল। কিন্তু ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় সেই যুদ্ধ জাহাজ বিক্রান্ত এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তাঁকে ভেঙে ফেলা হয় আর তাঁর পরিবর্তে প্রায় এক দশক ধরে বানানো হয়েছে এই নতুন যুদ্ধযাহাজ ‘ আইএনএস বিক্রান্ত’।

বলা হচ্ছে যে আগের যুদ্ধজাহাজের স্মৃতিকে স্মরণ করে ওই একই নামে বানানো হয়েছে এই যুদ্ধজাহাজ। এই শক্তিশালী যুদ্ধজাহাজ ২ সেপ্টেম্বর, ২০২২ শুক্রবারে প্রধান মন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে জলে ভাসবে ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। পাশাপাশি নৌবাহিনীর নতুন পতাকা উত্তোলন করা হবে।

আরো পড়ুন: বরযাত্রী হিসেবে বি’য়ে’তে হাজির সাত সন্তান, বৃদ্ধের পঞ্চম বি’য়ে’র ই’চ্ছে পূরণ হলো না

অতএব বলা চলে, এখন শুধু আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন, ফ্রান্সের মতো দেশই নয় যারা নিজেরা বিমানবাহী রণতরী তৈরি করেছে। এখন ভারতও তাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে বা সামরিক শক্তির দিক থেকে তাদের সমকক্ষ হয়ে উঠেছে।