সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LPG CYLINDER: এখন ৬৩৩ টা’কা’য় গ্যাস সিলিন্ডার!

এবার পেতে পারেন রান্নার গ্যাস কম দামে , তাও একেবারে এতটাই কম যা ভাবার অতীত। বর্তমান সময়ে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, আর ঠিক সেই সময়ে এমন সুযোগ মিস করা উচিত নয়।633 টাকায় এবার পাওয়া যেতে পারে রান্নার গ্যাসের সিলিন্ডার, শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। আপনার যদি গ্যাস সিলিন্ডার বুকিং বা নতুন গ্যাস নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে এই খবর আপনার জন্য।

বর্তমানে ভারতীয় তেল সংস্থাগুলো এক দারুণ সুযোগ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য, যা একেবারেই মিস করা উচিত নয়। যেখানে ডোমেস্টিক কিংবা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আকাশছোঁয়া, সেখানেই ইনডেন গ্যাস সংস্থা 633 টাকায় গ্যাস সরবরাহ করছে, যা অবিশ্বাস্য। তবে জেনে নিন কিভাবে পাবেন এই গ্যাস সিলিন্ডার।

আসলে ইন্ডেন তেল সংস্থা নিয়ে এসেছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার। যদি পরিবারের লোক সংখ্যা কম হয় তাহলে এটা দারুণ উপকারী ও ব্যবহার্য। দরকার পড়লে সিলিন্ডার এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই নিয়ে যাওয়া সম্ভব। এই গ্যাস সিলিন্ডার এবার সবথেকে কম দামে ৬৩৩ টাকায়। কম্পোজিট সিলিন্ডার এর বিশেষত্ব হলো, এর দাম কম এবং হালকা। এতে আপনি পাবেন ১০ কেজি গ্যাস।

এই গ্যাস সিলিন্ডার অন্য গ্যাস সিলিন্ডারের চেয়ে অনেকটাই স্বচ্ছ। ইন্ডেন সংস্থা জানিয়েছে, বর্তমানে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার দেশের মোট 28 টি শহরে পাওয়া যাচ্ছে। আইওসি এলের ওয়েবসাইট হিসেবে এই গ্যাস সিলিন্ডারের দাম বিভিন্ন শহরের বিভিন্ন, চেন্নাইতে 645 টাকা, লখনউতে 660 টাকা,ইন্দোরে 653 টাকা।মুম্বইতে 634 টাকা, কলকাতায় 652 টাকা।