সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাক জ’ঙ্গি’র নাম রাষ্ট্রপুঞ্জের তালিকায় যু’ক্ত করার চে’ষ্টা করেও পারলো না ভারত-আমেরিকা, বা’ধা চীনের

হাফিজ সৈয়দের আত্মীয় আব্দুল রহমান মাক্কি, সেও ঠিক হাফিজ সৈয়দের মতোই নামকরা জঙ্গী। তাকেই এবার ভারত ও আমেরিকার প্রচেষ্টায় আন্তর্জাতিক জঙ্গী তালিকায় নাম নথিভুক্ত করার প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু হঠাৎ করে চিনের বেঁকে বসার কারণে সমস্তটাই ভেস্তে গেল।

২৬/১১ হামলায় মূলচক্রী হাফিজ সৈয়দের ভগ্নিপতি এই আব্দুল মক্কি। আমেরিকা অবশ্য আগের থেকেই তাকে জঙ্গী হিসেবেই ঘোষণা করেছিল।

তবে এবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধীন ১২৬৭ আইএস এবং আলকায়দা জঙ্গি নিষিদ্ধকরণ কমিটির কাছে ভারত ও আমেরিকা যৌথ ভাবে প্রস্তাব পাঠিয়েছিল।

আরো পড়ুন: দাদার মৃ’ত্যু’র পর ভাইয়ের খু’ন করার নাটক! ছোট ভাইয়ের পা’শে দাঁ’ড়া’লো পুলিশ

কিন্তু সেখানেই বেঁকে বসে চিন। সেখানে বলা হয়েছিল মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গী ঘোষণা করা হোক। কিন্তু সেই কাজে প্রতিবারের মতো বাধা সৃষ্টি করেছে। এর আগেও বহুবার চিন বাধা সৃষ্টি করেছে। পাকিস্তানের অনেককেই জঙ্গী হিসেবে চিহ্নিত করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে ভারত, কারণ একমাত্র চিন।

কিন্তু ভারত যে চুপ করে বসে থাকার পাত্র নয়, সেটা চিনও জানে। তবে এর আগে আন্তর্জাতিক মঞ্চে ভারত সফর হয়েছিল, ২০১৯ সালে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গী হিসেবে চিহ্নিত করতে পেরেছিল ভারত।