সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৪ দ’ফা দাবি’তে মালদা জেলা শাসকে’র কাছে স্মারক’লিপি জ’মা দিল আদি’বাসী কো’ড়া স’মা’জ

১৪ দফা দাবিতে মালদা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কোড়া সমাজ

মালদা,৩০ সেপ্টেম্বর : ১৪ দফা দাবি নিয়ে মালদা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ধামসা মাদল বাজিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মালদা শহরে মিছিল করেন সংগঠনের সদস্যরা। মিছিল শেষে তারা পৌঁছান মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। তাদের দাবি নিয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেন তারা।

এরপর তাদের দাবি পত্র জেলা শাসকের কাছে তুলে দেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, বিলুপ্তপ্রায় আদিবাসী কোড়া ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি সহ সংরক্ষণের ব্যবস্থা করা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেসব বিদ্যালয় রয়েছে ৫০% এর বেশি কোড়া সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী রয়েছে। সব পর্যায়ের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দানের ব্যবস্থা সহ মোট ১৪ দফা দাবি নিয়ে তারা তাদের দাবি পত্র তুলে দেন জেলা শাসকের কাছে।