সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানের ধা’ক্কা’য় ছি’ট’কে পরলো ট্যাক্সি, রইলো ভিডিও

সালটা ২০১৫। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ সকাল ১১ টা নাগাদ নদীর উপরে আছড়ে পড়ে একটি বিমান। কিলং নদীর উপর trans asia airways flight ২৩৫ বিমানটি নদীর উপরে ভেঙে পড়ে। সকাল এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছিল। বিমানে ছিলেন ক্রু সদস্য সহ মোট ৪৩ জন যাত্রী।

আর এই বিমান দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল একটি ট্যাক্সি। আসলে বিমানটি ভেঙে পড়েছিল ওই ট্যাক্সির উপরে এর ফলে ট্যাক্সি মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায়। ওই ট্যাক্সিতে ছিলেন দুজন যাত্রী। তবে আশার কথা হলো বিমানে থাকা ১৫ জন যাত্রী প্রাণ রক্ষা পেয়েছিল সেই দিন।

সেই ভয়ংকর ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। ট্যাক্সিতে থাকা এক ব্যক্তি জানিয়েছেন আমার গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছিল।

আরো খবর: আত্মনির্ভর ভারত, INS VIKRANT-এ LCA-র ওঠানামা শুরু হ’য়ে গেল

প্রথমে আমার মাথায সজোরে আঘাত লাগে আমি ছিটকে পড়ে যাই যদিও ভগবানের ইচ্ছায় আমি বেঁচে যাই। বিমান সেবিকা বেঁচে ছিলেন তিনি আমাকে সেই সময় রক্ষা করেছিলেন। একে বলে, একেবারে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা।

ঈশ্বর যেন স্বয়ং তখন রক্ষা করেছিলেন ওই ১৫ জন যাত্রীসহ ট্যাক্সিতে থাকা একজন যাত্রীকে। পরে তাদের মুখ থেকে বারবার এই ভয়াবহ বিমান দুর্ঘটনার বর্ণনা শোনা যায়। এই ভিডিও ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মৃত্যুর আগে চরম পরিণতি ঠিক কেমন হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নেটিজেনরা।