সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পা’কি’স্তা’নে’র অনু’ষ্ঠা’নে এক পড়ু’য়ার হা’তে দে’খা গেল ভারতে’র জাতীয় পতাকা! ভা’ই’রা’ল ভি’ডি’ও

পাকিস্তানের অনুষ্ঠানে এক পড়ুয়ার হাতে দেখা গেল ভারতের জাতীয় পতাকা! ভাইরাল ভিডিও

মাঝে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করবে গোটা ভারতবর্ষ। তার আগেই স্বাধীনতার সপ্তাহ জুড়ে সারাদেশে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। তবে শুধু ভারতবর্ষে নয়, ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও ভারতের জাতীয় পতাকা দেখা গেল এক পড়ুয়ার হাতে। হলো বন্দেমাতরম গানও।

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের মুলতানের সাহিদা ইসলাম কলেজের একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে যে কোন দেশের থিম বেছে নিতে হয়। একজন ছাত্র ভারতের থিম বেছে নিয়েছেন। তিনি তেরঙ্গা হাতে সোজা মঞ্চে উঠে পড়েন। পেছনে চলছে বন্দেমাতরম গান।

গানের তালে তালে ভারতের জাতীয় পতাকা ওড়াচ্ছেন ওই ছাত্র। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হচ্ছে। যদিও তিনি মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে এবং বন্দেমাতরম গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় গানটি। অন্যান্য ছাত্ররা যাতে ঝামেলা না বাধান তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়।