সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

India বনাম Pakistan: কবে ও কোথায় হ’বে দুদেশের মধ্যে সি’রি’জ? আপডেট দি’লো ICC

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই কার্যত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ বেড়ে গিয়েছে উভয় দেশের ক্রিকেট অনুরাগীদের। বিশ্বকাপের ময়দানে এই প্রথম ভারতকে হারিয়েছে পাকিস্তান। ক্রিকেট অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড় ম্যাচের জন্য। অবশেষে এই সংক্রান্ত রিপোর্ট দিল আইসিসি। ভারত-পাক ক্রিকেট সিরিজ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামকের তরফ থেকে বড় খবর পাওয়া গেল।

এই খবরে জানা গিয়েছে যে বর্তমানে উভয় দেশের রাজনৈতিক পরিস্থিতি যা তাতে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের বর্ডার সরকার যদি একমত না হয় তাহলে উভয়পক্ষের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এবং বিসিসিআইয়ের সঙ্গে পিসিবির সম্পর্ক নিয়ে আইসিসির এই মুহূর্তে ভাবতে রাজি নয়।

এও জানানো হয়েছে যে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করার জন্য দুই দেশ এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতি প্রয়োজন। তাই সেখানে আইসিসি মাথা গলাবে না। তবে দুই দেশই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয় তাহলে আইসিসি অবশ্যই বিষয়টি নিয়ে ভাববে। আইসিসির এই বক্তব্য থেকেই বেশ স্পষ্ট এই যে আইসিসি ট্রফি ছাড়া ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই।

2012 সালের শেষবার দ্বিপাক্ষিক সিরিজে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল। তবে তারপর থেকে দুই রাষ্ট্রের টানাপোড়েনের কারণে আর দুই রাষ্ট্রকে ক্রিকেটের ময়দানে একসঙ্গে রাখার আয়োজন করা হয়নি।