সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’প’দে’র সম্মুখীন ভারত! জলের ত’লা’য় যা’বে দেশের ১২ টি শ’হ’র, ভ’য়া’ব’হ বা’র্তা দি’লো নাসা

মাঝে আর মাত্র কয়েকটা বছরের অপেক্ষা। তারপরেই নাকি ভারতের অন্ততপক্ষে ১২ টি শহর জলের তলায় ডুবে যাবে। ২১০০ নাগাদ ঘটবে এই বিপর্যয়। ভারতের ১২টি শহর নাকি এই বিপর্যয়ের কবলে পড়বে। যার ফলে প্রায় তিন ফুট গভীর জলে ডুবে যাবে এই শহরগুলি। বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণায়নকেই এর পরিপ্রেক্ষিতে দায়ী করছেন বিজ্ঞানীরা। রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

২০০৮ সালে বিশেষজ্ঞরা এমনই একটি সন্দেহ করেছিলেন। তবে এখন জানা যাচ্ছে খুব দ্রুত গতিতে বিপর্যয়ের মুখে এগিয়ে চলেছে বিশ্ব। ১৯০১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১.৩ মিমি করে বাড়ছিল সমুদ্রের জলস্তর। বিগত ১১ বছরে দেখা গিয়েছে ৩.৭ মিলিমিটার বেড়ে গিয়েছে সমুদ্রের জলস্তর। আগামী ৫০ থেকে ৬০ বছরের মধ্যেই পৃথিবীর জলস্তর ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA) সি লেভেল প্রোজেকশন টুল (Sea Level Projection Tool) IPCC-র রিপোর্টের ভিত্তিতে কাজ করে এই তথ্য প্রকাশ করেছে। আগামী কয়েক বছরের মধ্যেই ভূৃপৃষ্ঠের তাপমাত্রা প্রায় সাড়ে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। সমুদ্রের জলোচ্ছ্বাস যে হারে বাড়ছে তাতে আগামী দিনে সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলের বসতি সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রত্যেক ৫ থেকে ৭ বছর পর পর পরিবেশে ওপর দূষণের কতখানি প্রভাব পড়ছে সেই নিয়ে রিপোর্ট তৈরি করে IPCC। সেই রিপোর্টে এই ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয়েছে। গত বছর বর্ষার সময় এখানে জলস্তর ৩.৫৪ ইঞ্চি পর্যন্ত বেড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। ওখা(১.৯৬ফিট), তুতিকোরিন(১.৯৩ফিট), পারাদ্বীপ(১.৯৩ফিট), মুম্বই(১.৯০ফিট), ম্যাঙ্গালোর(১.৮৭ফিট), চেন্নাই(১.৮৭ফিট), ভাইজ়াগ(১.৭৭ফিট) রয়েছে এই বিপদগ্রস্ত শহরের তালিকায়।