সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“নেই আর্নিং শুধুই বার্নিং”, টা’কা জো’গা’ড় করতে বিধায়কদের ম্যাজিশিয়ান আ’ন’তে বললেন মমতা

চারিদিকে শুধু দাও দাও চিৎকার! অতিষ্ঠ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী! শেষমেষ বিধায়কদের কড়া ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ হুঁশিয়ারি, আপাতত দু’বছর কিচ্ছু চাওয়া যাবে না। লক্ষীর ভান্ডারের খরচ সামাল দিতেই নাজেহাল হয়ে পড়ছেন তিনি। তাই এখনই এতো টাকা দেওয়া যাবে না। বিধায়কের থেকে খরচের ফিরিস্তি শুনে মঙ্গলবার আয়োজিত প্রশাসনিক বৈঠকের মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াং থেকে মধ্যমগ্রাম, একের পর এক প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী। সব জায়গা থেকেই বিধায়করা বিভিন্ন ক্ষেত্রে দাবি-দাওয়া নিয়ে প্রশ্ন করছেন। কাজকর্মের জন্য মুখ্যমন্ত্রীর থেকে টাকা চাইছেন। তবে মুখ্যমন্ত্রীর একটাই জবাব, এখন চারিদিকে জনমুখি প্রকল্প নিরূপণ করতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, জনপ্রতিনিধিরা এখন যেন নতুন করে দাবিদাওয়া না করেন। যা পেয়েছেন তাই দিয়েই তাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। মঙ্গলবার কর্ণজোড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে কলেজ তৈরি দাবি তুললেন সেখানকার বিধায়ক গৌতম পাল। শুনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো একাধিক জনমুখী প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সরকারের।

তবে মুখ্যমন্ত্রী কিন্তু টাকা জোগাড়ের জন্য বিকল্প পথ বলে দিয়েছেন। বিধায়কদের তিনি বলেন বিধায়কদের এবার ম্যাজিশিয়ান তৈরি করতে হবে। সে দেবে টাকা। মুখ্যমন্ত্রী বলেন, একদিকে কেন্দ্র কোনও টাকা দেয় না। অন্যদিকে করোনাতে সব শেষ হয়ে গিয়েছে। বিধায়কদের এখন আগে ভালো কাজ করতে হবে। সবার সব দাবি মানা সম্ভব হবে না। তাই এই দুই বছর কিছু পাওয়াও যাবে না।