সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কে ব’লে পশ্চিম’বঙ্গ গ’রী’ব? খা’টে’র ত’লা থে’কে’ই উ’দ্ধা’র প্রা’য় ১৮ কো’টি!

কে বলে পশ্চিমবঙ্গ গরীব? খাটের তলা থেকেই উদ্ধার প্রায় ১৮ কোটি!

কে বলেছে আমাদের রাজ্য গরীব? আমাদের রাজ্যের আর্থিক পরিস্থিতি যে খারাপ কে বলবে সেই কথা? এখন কি কারও বলার ক্ষমতা আছে। মনে তো হয় না। কারণ এখন ইডি গিয়ে যখন কারও বাড়িতে ঢুকছে তখন এটা নিশ্চিত যে তারা খালি হাতে ফিরবে না কখনই। এত দিন আমরা এই এসব দৃশ্য সিনেমার পর্দাতেই দেখতাম যে বাথ্রুমের দেওয়াল ভেঙ্গে, ঘরের সিলিং ভেঙ্গে কোটি কোটি টাকা উদ্ধার করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এবার খাটের তলা থেকে প্রায় ১৮ কোটি টাকা উদ্ধার, ভাবা যায়?

গতকাল খবর পেয়েই গার্ডেনরিচ এলাকায় অভিযান চালায় ইডি, আর সেখানে গিয়ে খালি হাতে ফিরতে হয় না তাদের। একেবারে ৫ টি ট্র্যাঙ্ক ভরে টাকা নিয়ে আসে তারা। যে বাড়ি থেকে ১৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক নিসার আহমেদ খান। তার তিন ছেলে, ছোট ছেলে আমির খান যার বিরুদ্ধে অনলাইন গেমের প্রতারণার অভিযোগ ওঠে আর সেই কারণেই গার্ডেনরিচে যায় ইডি। আর সেখানে গিয়েই এই চমক দেখতে পায় তারা। যদি হিসেব করে দেখা যায় মাত্র দেড় মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে ৬৮ কোটি টাকা উদ্ধার করে দিয়েছে ইডি। যা দেখে হতবাক হয়ে গেছে রাজ্যের মানুষ।

তাহলে তো বলতেই হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু এক ধরনের হীরক রাজ্যি বটে, হীরা না থাকলেও টাকা তো রয়েছে রাশি রাশি। ২২ জুলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে প্রথম দফার ২১ কোটি ৯০ লক্ষ, যেখানে শুধু ৫০০ আর ২০০০ টাকার বান্ডিল পাওয়া গেছে। এদিকে আবার ২৭ জুলাই অর্পিতার আরেক ফ্ল্যাটে পাওয়া গেছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা সেখানেও ৫০০ ও ২০০০ টাকার নোট ছাড়া কোনো কথা নেই। এরপরের হিসেব রয়েছে আরও অনেক, ঝাড়খন্ডের তিন কংগ্রেসের বাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা, এদিকে চিটফান্ডে গ্রেফতার হওয়া রাজুর বাড়ি থেকে উদ্ধার করা হয় ৮০ লক্ষ টাকা, এদিকে গাজোলের মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয় ১ কোটি ৩৯ লক্ষ টাকা, এরপরে ফের আবার।।