সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কম দা’মে তেল কিনে ইউরোপের দেশগুলোতে চড়া দা’মে বি’ক্রি ভারতের, বি’শা’ল মুনাফার দাবি রিপোর্টে

রাশিয়া পৃথিবীর তৃতীয় বৃহত্তম পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারক দেশ। ইউরোপের বেশিরভাগ দেশকেই অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে রাশিয়া।ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) সময়ে ইউরোপের দেশ গুলি বিভিন্ন প্রতিবন্ধকতা লাগায় রাশিয়ার ওপর।

ফলে রাশিয়ার রপ্তানি কমে যায়,কিন্তু আন্তর্জাতিক বাজারে পেট্রো কেমিক্যালসের চাহিদা বাড়তে থাকে। লাফিয়ে লাফিয়ে বাড়ে এগুলির মূল্যও। তবে জন্মলগ্ন থেকে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বরাবরই ভারতকে কম দামে অশোধিত তেল বিক্রি করে রাশিয়া (Russia)।

সেই তেল শোধনের পরে আন্তজার্তিক বাজারে বিক্রি করে ভারত।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই হু হু করে বেড়েছে রাশিয়া থেকে আমদানি করা তেলের পরিমাণ।

আরো খবর: আজ হনুমান জয়ন্তী, দেখে নিন বজরংবলির কৃ’পা’য় কেমন কা’ট’বে দিনটি, রইলো রাশিফল (06.04.2023)

সম্প্রতি কেপলার ও ভরটেক্সা নামে দুই সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে দাবি করেছে যে ইউরোপে সংশোধন করা তেল ও পেট্রোপণ্য রপ্তানি করে বিরাট মুনাফা অর্জন করেছে ভারতীয় সংস্থাগুলি।

ইউক্রেন যুদ্ধের আগে প্রতিদিন ইউরোপীয় বাজারগুলিতে ১ লক্ষ ৫৪ হাজার ব্যারেল ডিজেল ও জেট ফুয়েল রপ্তানি করত ভারত,গত অর্থবর্ষে যা দাঁড়ায় প্রতিদিন গড়ে ২ লক্ষ ব্যারেল তেল ।