সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’ড়ো প্রশ্নচিহ্নের মু’খে এলন মাস্কের প্রজেক্ট Neuralink, প্রথম ট্রায়ালেই ১৫ হনুমানের মৃ’ত্যু

ইলন মাস্ক ( Elon Musk) এবার বড়সড় সমস্যার মুখোমুখি হলেন। নিউরোলিঙ্ক এর ট্রায়ালে 15টি হনুমানের মৃত্যু হয়েছে। মোট 23টি হনুমানের ব্রেনে ওই বিশেষ চিপ বসানো হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই Elon Musk এর Neuralink প্রজেক্ট নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন অনেকে। Neuralink প্রজেক্টের জন্য ট্রায়াল শুরু হয় 2017 সালে।

ওই চিপ তখন থেকে 2020 সাল পর্যন্ত মোট 23টি হনুমানের ব্রেনে লাগানো হয়েছিল। কিন্তু ওই 23টি হনুমানের মধ্যে 15টি হনুমানের মৃত্যু হয়েছে।Business Insider এবং New York Post এর প্রতিবেদন অনুযায়ী, Physicians Committee for Responsible Medicine এর তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছে।

এই সংস্থাটির প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, Neuralink এর চিপটি যে হনুমানদের ব্রেনে বসানো হয়েছিল সেই হনুমানগুলির ক্ষেত্রে একাধিক শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। PCRM কমিটির রিসার্চ অ্যাডভোকেসি ডিরেক্টর জেনারেল Jeremy Beckham বলেন, “তারা প্রাণীদের হত্যা করেছে।”

আরো পড়ুন: চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ, জেনে নিন কোন কোন রাশির জাতক-জাতিকারা স’ব স’ম’য় সঙ্গীর সঙ্গে ঝ’গ’ড়া করেন

এমনকি এই বিষয়ে ওই রিপোর্টে বলা হয়েছে, হনুমানগুলির খুলি ছিদ্র করে Neuralink এর চিপ বসানো হয়েছিল। এর ফলে তাদের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। এর সঙ্গে বলা হয়েছে, এই চিপ বসানোর পর থেকে হনুমানগুলি প্রচন্ড বমি করা শুরু করে। এবং তাদের প্রবল ক্লান্তি আসে। তারপরেই মৃত্যু হয়। Elon Musk এর এই প্রজেক্টটি নিয়ে এখন চর্চা সবদিকে। এই প্রজেক্টটি সফল হলে পক্ষাঘাতে আক্রান্ত কোনও রোগীর সঙ্গে কমিউনিকেশন বা যোগাযোগ করা সম্ভব হবে।