সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৪ রাশির উপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ স’র্ব’দা ব’জা’য় থা’কে, জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের। এই পৃথিবীর সব মানুষের সাথেই রাশির যোগাযোগ আছে। প্রতি রাশির অধিকর্তা গ্রহ আলাদা।

আর সেই রাশির উপরই নির্ভর করে ওই ব্যক্তির চরিত্র কেমন হবে, ব্যক্তিত্ব ও স্বভাবই বা কেমন হবে। প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য একে অন্যের থেকে আলাদা হয়। শাস্ত্র মতে, রাশি অনুসারেই এমন ভেদাভেদ হয়।

অন্যদিকে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন দেবতার আশীর্বাদ থাকে। এমন কিছু রাশি আছে যাদের ওপর সবসময় মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয়।

আরো পড়ুন: এটিই হয়তো দেশের মধ্যে প্রথম! অভিষেক চট্টোপাধ্যায়ের না’মে মহাকাশে তারার নামকরণ ক’রা হ’লো

জ্যোতিষশাস্ত্রে গুরুগ্রহ বৃহস্পতির সঙ্গে নারায়ণের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তাই বৃহস্পতিবার নিষ্ঠাভরে নারায়ণের পুজো করলে দেবগুরু অত্যন্ত প্রসন্ন হন এবং নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। চলুন তবে দেরী না করে দেখে নেওয়া যাক কোন কোন রাশির ওপর বিষ্ণু দেবতার আশীর্বাদ থাকে।

১) সিংহ রাশি : এই রাশির অধিপতি হল সূর্য। সূর্যের ওপর বিষ্ণুর আশীর্বাদ থাকার কারণে বিষ্ণুর সবথেকে প্রিয় রাশি হল সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকারা রাজনীতি, ম্যানেজমেন্ট ইত্যাদিতে উচ্চ পদ লাভ করে থাকেন কারণ এদের মধ্যে নেতৃত্ব প্রদানের ক্ষমতা অসাধারণ এবং এদের প্রখর আত্মসম্মানবোধ থাকে। তবে মাঝে মাঝে এই রাশির কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পাঁচটি কাঁচা হলুদ ভগবান শিবকে অর্পণ করতে পারেন।

২) কর্কট রাশি : এই রাশির অধিপতি হল চন্দ্র। জ্যোতিষশাস্ত্রে ১২টি রাশির মধ্যে এটি সবথেকে ভালো রাশি। ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই রাশির জাতক জাতিকারা লাভ করেন বলে এদের জীবন সবসময় আনন্দে পরিপূর্ণ থাকে। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যবান এবং শিল্প প্রেমী হন।

৩) বৃষ রাশি : এটি ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় রাশি।এই রাশির অধিপতি হল শুক্র। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হন বলে যে কোনো কাজে এরা সফল হন। জীবনে বাধা বা সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই রাশির জাতক জাতিকারা বৃহস্পতিবার উপবাস করতে পারেন।

৪) তুলা রাশি : এই রাশির ওপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। ভগবান বিষ্ণুর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা মান সম্মান লাভ করে থাকেন। বৃষ রাশির মতো এই রাশিরও অধিপতি হল শুক্র। গুরুগ্রহ বৃহস্পতির সমস্ত দশা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার পূজা ও উপবাস করা ভালো।