সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’জ কি ঘুড়ি ওড়াবেন? পুলিশ কি কি করবে জে’নে নিন

আজ বিশ্বকর্মা পুজো। আজকের দিনে আকাশে দেখা যাবে ঘুড়ির মেলা। এই ঘুড়ি যেমন উৎসবের আনন্দ দেয়, তেমনই আবার প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। বিগত কয়েকদিনে এমন ঘটনা বহুবার প্রকাশে এসেছে যেখানে ঘুড়ির আঘাতে আহত হয়েছেন বহু মানুষ। এমনকি একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে ঘুড়ির সুতোর আঘাতে। বিশেষত কলকাতার মা উড়ালপুলে ঘুড়ির সুতো কেটে এমন দুর্ঘটনার খবর হামেশাই মেলে।

এমতাবস্থায় এবার প্রথম থেকেই কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে ইতিমধ্যেই চিনা বা সিন্থেটিক মাঞ্জা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে পুলিশের বক্তব্য হলো, চীনা মাঞ্জা তুলনায় কোনও অংশেই কম বিপদজনক নয় দেশি মাঞ্জা। কারণ দেশি মাঞ্জার আঘাতেও ঘটে যায় বহু বিপদ। মা উড়ালপুল গুরুতর আঘাতের ইতিমধ্যেই প্রায় ২০০ জন মানুষের আহত হওয়ার খবর মিলেছে। যাদের মধ্যে আবার একজনের মৃত্যুও হয়েছে।

মা উড়ালপুল যাতে আর কোনো বিপদ না ঘটে তার জন্য মা উড়ালপুল সংলগ্ন তপসিয়া,বেনিয়াপুকুরের মতো কয়েকটি থানা ঘুড়ি ওড়ানো এবং বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের আশঙ্কায় এতে দুর্ঘটনা যে পুরোপুরি এড়ানো সম্ভব হবে এমনটা নাও হতে পারে। কারণ দূরে কোথাও থেকে যদি সুতো এসে মা উড়ালপুলের উপর পড়ে তাহলে তা আটকানো সম্ভব হবে কি করে?

সরকারিভাবে যদিও এখনও ঘুড়ি ওড়ানোর প্রতি নিষেধাজ্ঞা চাপানো হয় নি। তবে যেকোনো ধরনের বিপর্যয় এড়ানোর জন্য পুলিশ তৎপর রয়েছে। তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।