সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবশেষে এয়ার ইন্ডিয়া কিনেই নিলো টাটা গোষ্ঠী, কত টা’কা’য় কিনলো জেনে নিন

করোনা পরবর্তী পর্যায়ে শোনা যাচ্ছিল যে জাতীয় বিমান সংস্থাগুলিকে কিনে নেবে টাটা কোম্পানি। সেই জল্পনা অবশেষে সত্যি প্রমাণিত হলো। যদিও কেন্দ্র অবশ্য প্রথম দিকে এই জল্পনা উড়িয়ে দিয়েছিল। তবে টাটা সন্স সম্প্রতি এয়ার ইন্ডিয়া কিনে নিয়ে সেই গুঞ্জনে সীলমোহর দিল। শুক্রবার সরকারিভাবে জানানো হয়েছে যে ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে টাটা গোষ্ঠী।

এয়ার ইন্ডিয়া কেনার লড়াইয়ে টাটার জোরদার টক্করদাতা হয়ে উঠেছিল স্পাইসজেট। তবে নিলামে অবশ্য টাটা গোষ্ঠীর জয় হয়েছে। এয়ার ইন্ডিয়া কিনে নেওয়ার পর রতন টাটা টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘পুনরায় স্বাগত এয়ার ইন্ডিয়া’।

প্রসঙ্গত উল্লেখ্য স্বাধীনতার আগে ১৯৩২ সালে টাটার হাত ধরেই টাটা এয়ারলাইন্সের পথ চলা শুরু। ১৯৪৬ সালে তার নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া ১৯৫৩ ছেলেটা তার হাত থেকে বেরিয়ে এয়ার ইন্ডিয়া সরকারের হাতে চলে যায়।১৯৭৭ সাল পর্যন্ত সংস্থার চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন জে আর ডি টাটা। অবশেষে এয়ার ইন্ডিয়া আবার ফিরে গেল তার পুরনো মালিকের কাছে।

এই মুহূর্তে বাজারে ৪৩ হাজার কোটি টাকা দেনা হয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়া সংস্থার। ৪ হাজার ৪০০ অভ্যন্তরীণ উড়ান ও ১ হাজার ৮০০ আন্তর্জাতিক বিমান চালানোর রেকর্ড আছে এই সংস্থার অধীনে। এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ বিলগ্নিকরণ হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল কেন্দ্র। গৃহীত সিদ্ধান্ত অনুসারে ৫০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করা হবে এই সংস্থার আওতায় থাকা বিমান ওঠা-নামা সংক্রান্ত সংস্থার। এয়ার ইন্ডিয়ার মুম্বই ও দিল্লির বাড়িও বিক্রি করা হচ্ছে একই সঙ্গে।