সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেঘালয়ে তৃণমূলকে ঠে’কা’তে বিজেপির সা’থে হা’ত মেলালো কংগ্রেস

মেঘালয়ে তৃণমূলকে রুখতে এবার বিজেপির হাত শক্ত করছে কংগ্রেস। মেঘালয়ে কংগ্রেস ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমাসহ 12 জন বিধায়ক। তারপর থেকেই কার্যত ভাঙ্গন অব্যাহত রয়েছে কংগ্রেসের অন্দরমহলে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরে ভাঙ্গন ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে।

পঞ্চায়েত-জেলা পরিষদের সদস্যরা ছাড়াও তৃণমূল দলের বহু কর্মীও এই মুহূর্তে দল ত্যাগ করছেন। তারা একের পর এক যোগ দিচ্ছেন তৃণমূল স্তরে। এইসময় মেঘালয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিলো মেঘালয় কংগ্রেস।

এনডিএর অন্যতম শরিক হিসেবে রয়েছে বিজেপি। এই মুহূর্তে মেঘালয় এনডিএ জোটে গেরুয়া শিবিরের তরফ থেকে 2 জন বিধায়ক রয়েছেন এবার কংগ্রেস এনডিএ জোটকেই সমর্থন করবে। মেঘালয় তৃণমূলের প্রবেশ রুখতে কংগ্রেস এবং বিজেপি জোটবদ্ধ হচ্ছে।