সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডেউচায় জমিদাতাদের পরিবারের একজন করে চাকরি পা’বে’ন, ঘো’ষ’ণা করলেন মুখ্যমন্ত্রী

সম্পূর্ণরূপে স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়েই ডেউচা পাঁচামি কয়লা ব্লক প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অনুমতি ছাড়া কোনভাবেই এই কাজে হাত দেওয়া হবে না বলেই আশ্বাস দিয়েছে তারা। বিশেষ করে সেই এলাকার জমিদাতাদের সরকারি সাহায্য ও সরকারি চাকরির যে আশা দেওয়া হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে। সোমবার সেই প্রস্তাবে একেবারে সরকারি সিলমোহর দিল মন্ত্রিসভা।

জমিদাতাদের ক্ষতিপূরণ ও সরকারি চাকরির প্রস্তাব নিয়ে অনেক দিন থেকেই বিভিন্ন প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। এবার সেই প্রস্তাবেই সরকারের সীলমোহর দেওয়া হল। এই নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জমিদাতাদের পরিবার থেকে একজনকে সিনিয়র কিংবা জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। বর্তমানে সেই এলাকায় এক হাজার একর জমি রয়েছে সরকারের হাতে, পরবর্তীতে আরো কোন লোক যদি জমি দিতে ইচ্ছা প্রকাশ করে। তাহলে সরকার সেই জমির পরিবর্তে ক্ষতিপূরণ ও জমির পাট্টা দেবে রাজ্য সরকার। আপাতত এক হাজার একর জমির ওপর এই কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই ৫১০০ নতুন পদ তৈরি করেছে রাজ্য সরকার, যাতে জমিদাতাদের পরিবার থেকে একজন করে চাকরি দেওয়া সম্ভব হয়। ইতিমধ্যেই নাকি ১৩৯ জন জমি দিতে রাজি হয়েছে। আর তাদের উদ্দেশ্য করেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমির বদল এর জমি দেওয়া হবে। এমনকি তাদের পাট্টা ও ক্ষতিপূরণ দুই দেওয়া হবে। আপাতত প্রশাসন সূত্রে এটাই জানা যাচ্ছে,এক হাজার একর জমির ওপর এই আপাতত কাজ শুরু হলেও, আগামীতে আরো জমি প্রয়োজন। তাই সাধারণ মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেই তাদের মতামত গ্রহণ করেই, জমি নেওয়া হবে বলে জানা যাচ্ছে।