সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন রূপে এ’লো BAJAJ PULSAR N160, দেখে নিন ফি’চা’র্স

বাজাজ তাঁর নতুন মডেলের বাইক নিয়ে আসতে চলেছে বাজারে, যা একেবারে চোখে ধরার মতো। বাজাজ পালসার লাইনয়াপে আরও একটি নতুন মডেল যুক্ত হতে চলেছে। যেটার নাম রাখা হয়েছে এন ১৬০।

এটা বোঝাইয আচ্ছে পালসার এন ২৫০ এর একটি ভার্সন। যদি দেখা যায় অনেক কিছুর মিল খুজে পাওয়া যাবে। পালসার বাজাজ অটোর একটি জনপ্রিয় গাড়ি, যার এবার নতুন একটি সংস্করণ আসতে চলেছে বাজারে।

পালসার এন ২৫০, পালসার এফ ২৫০ তাঁর সাথেই এন ১৬০ নতুন মডেল লাইন আপ রয়েছে। এন ১৬০ টির মডেল কিন্তু একেবারে এন ২৫০ এর মডেলের মতোই, যার মধ্যে রয়েছে এল ই ডি টাইম রানিং লাইটস, সাথে এল ইডি হেড ল্যাম্প, সাথে আবার ১৭ ইঞ্চির চাকা।

আরো পড়ুন: OMG: চালককে হ’ত্যা করে কয়েকশো টু’ক’রো, চিকিৎসকের এহেন রূপ সামনে আসতেই হতবা’ক সকলে

সাথে ১৬৪.৮ সিসির অয়েল কুলড ইঞ্জিন। যার মধ্যে একক সিলিন্ডার। ১৬ পি এস শক্তি যুক্ত সাথে ১৪.৬৫ এন এম পিক টর্ক। এখানেও রাখা হয়েছে ৫ স্পিড গিয়ার বক্স ইউনিট। নতুন এই মডেলে অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

এল ইডি হেড লাইট, ডি আর এল এল ইডি, একটি এল ই ডি টেল লাইট, সাথে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ও ইউএসবি চার্জিং পোর্ট। এখন প্রায় বি এস ৬ এর সমস্ত মডেলে এবি এস বাধ্যতামূলক করা হয়েছে।

এই মডেলের এবি এস ভেরিয়েন্টে ৩০০ এম এমের ডিস্ক, এটা অবশ্য ডুয়াল চ্যানেল এবি এসের ক্ষেত্রে। সাথে সিঙ্গেল চ্যানেল এবিএ সের ক্ষেত্রে ২৩০ এম এমের ভেরিয়েন্ট।

এখন যদি এই নতুন মডেলের দামের কথায় আসা যায় , তাহলে ১ লক্ষ ২৫ হাজার ৮২৪ টাকা দাম ভারতীয় বাজারে। তবে হ্যা সিঙ্গেল ও ডুয়াল চ্যানেল এবি এসের ক্ষেত্রে দামের পার্থক্য দেখা যেতে পারে।