সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাবা যায়! ঘুরতে বে’রি’য়ে হারানো ব্যাগ ২১০০ কিমি দূ’রে খুঁ’জে পেলেন তরুণী

একঘেয়েমি জীবন থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে, আনন্দের ছুটি কাটাতে নিজের পছন্দের জায়গায় ঘুরতে যায় মানুষ। তবে সেই শান্তি স্বস্তি বিঘ্নিত হলে ঠিক কেমনটা লাগবে বলুনতো! কিরকম অস্বস্তি ভাবছেন নিশ্চয়ই!

ধরুন ঘুরতে গিয়ে আপনার সাধের লাগেজটি গেল হারিয়ে। তখন কি করবেন ভেবে দেখেছেন! সম্প্রতি এক তরুণীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। অপূর্ব এক নীল জলবেষ্টিত দ্বীপে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী।

তবে সেখানে যাওয়ার আগেই ঘটে যায় এই ঘটনা। বিমান থেকে নেমে তিনি যখন গন্তব্যে পৌঁছান তখন দেখেন যে তাঁর একটি ব্যাগ খোয়া গেছে। ব্যাগের খোঁজে বিমান সংস্থার সঙ্গে সেই তরুণী সত্বর যোগাযোগও করেন, কিন্তু সেখানে কোনো লাভ হয়নি।

আরো পড়ুন: ম’দ খাওয়া কি অ’ভ্যা’সে পরিণত হয়েছে? কি বি’প’দে পড়বেন জানুন

শেষমেষ অদ্ভূত ভাবে নিজের ব্যাগের সঙ্গে তাঁর দেখা হয়, যদিও সেই ব্যাগ ততক্ষণে তরুণীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে গেছে। লরা সিম্পসন নামের ওই মহিলা সপরিবারে বেড়াতে গিয়েছিলেন ভূমধ্যসাগরীয় দ্বীপ মেনোরকায়।

কিন্তু মেনোরকায় পৌঁছে ৩৫ বছর বয়সী লরা আচমকাই টের পান যে তাঁর একটি ব্যাগ মিসিং। এমতাবস্থায় বিমান সংস্থাকে সবটা জানানো হলে বিমান কর্তৃপক্ষ থেকে বলা হয় যে ব্যাগটিকে নির্দিষ্ট গন্তব্যেই পৌঁছে দেওয়া হয়েছে।

এর মধ্যে অনলাইনে একটি প্রতিবেদনে হঠাৎই লরার চোখে পড়ে তাঁর সেই অতিপরিচিত ব্যাগটি। তিনি দেখেন, ওই ছবিতে বেশ কয়েকটি ব্যাগের ভিড়ে রয়েছে তাঁর ব্যাগটিও। জানা যায় ছবিটি ছিল ম্যাঞ্চেস্টার বিমানবন্দরের। অর্থাৎ তাঁর ব্যাগটি তাঁর থেকে ২১০০ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে। কিন্তু কীভাবে?

তারপর বিমান সংস্থার সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলেও বিমান সংস্থা থেকে ব্যাগ ফেরত পাঠানোর কোনোরকম ব্যবস্থা করা হয়নি বলে দাবি করেছেন লরা।

আরো পড়ুন: নতুন করে 20-10-5-2-1 টা’কা’র কয়েন প্র’কা’শ করলেন প্রধানমন্ত্রী মোদি

অথচ ব্যাগের মধ্যে যে হাঁপানির ওষুধ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল, সেকথা লরা বিমান সংস্থাকে জানিয়েছিলেন। এর মধ্যে মেনোরকায় ভ্রমণ সম্পূর্ণ করে সপরিবারে বাড়িও ফিরে এসেছেন লরা সিম্পসন। যদিও সাধের লাগেজটি আর হাতে পাননি তিনি।

তবে যদি লরার ভাগ্য সাথ দেয় তাহলে তিনিও অ্যান্ডি ইভানস নামের যুবকের হারানো মানিব্যাগ ফিরে পাওয়ার মতো নিজের লাগেজটিকে ফেরত পেতে পারেন।

সবথেকে আশ্চর্যের বিষয় ওই যুবকের মানিব্যাগটি সাত বছর আগে হারিয়ে গিয়েছিল তাঁর থেকে। তাছাড়াও মানিব্যাগটি হারানোর সময় ওর মধ্যে যা কিছু ছিল, সবকিছুই ফিরে পেয়েছিলেন তিনি।

যা দেখে তিনি সবথেকে বেশি অবাক হয়েছিলেন। অর্থাৎ এর থেকে এই ব্যাপারটি স্পষ্ট হল যে এ জীবনে আদতে কিছুই হারায় না, কেবল সবকিছুর স্থান পরিবর্তন ঘটে।