সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার প্রিয় ঠাকুরঘরে কি মা কালীর ছ’বি আছে? জানুন স’ঠি’ক নি’য়’ম

প্রত্যেক হিন্দুদের বাড়িতে রয়েছে এ একটি পবিত্র স্থান যেটা হলো ঠাকুরঘর। যেখানে কোনো অশুভ শক্তির প্রকোপ থাকেনা। আমরা আমাদের ঠাকুরঘরে কেউ কেউ দু-একটা ঠাকুর রেখে থাকি, তো কেউ অনেক ঠাকুর রেখে থাকি।

জানিনা যে কোন ঠাকুর ঠাকুর ঘরে রাখা উচিত এবং কোন ঠাকুরের মূর্তি অথবা ছবি রাখা উচিত না, এতে অনেক সময়ই বিপরীত হতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের ঠাকুরঘরে সমস্ত রকম ঠাকুরের ছবি অথবা মূর্তি রেখে থাকি, যাতে আমাদের বাড়িতে সুখ-শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং অশুভ শক্তি দূরে থাকে।

তবে কিছু কিছু দেবতার ছবি আছে যেগুলি বাড়িতে রাখা একদমই শুভ নয়।  শাস্ত্রমতে মন্দির যদি উত্তর-পূর্ব কোণে করা হয় তবে সেটি সবথেকে শুভ। ঠাকুর ঘরে কখনোই মাকালীর ছবি রাখা উচিত নয়।

বাস্তুশাস্ত্র মতে মা কালীর ছবি কখনোই ঠাকুর ঘরে রাখা ঠিক নয় মা কালী হলো মা দুর্গার ধ্বংসাত্মক রূপ এবং যিনি সব সময় রেগে থাকেন। নানান রকম তন্ত্র সাধনা হয়ে থাকে সেই কারণেই ঠাকুরঘরে কখনোই মা কালীর ছবি রাখা উচিত নয়।

আরো পড়ুন: আমাদের দেশেই বাজারে বি’ক্রি হচ্ছে “বর”! টা’কা দিয়ে বাড়িতে ও’ঠা’চ্ছে’ন বউরা

ঘরে কখনো দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর ছবি রাখতে নেই, তাহলে মনে করা হয় যে ঘরে টাকাপয়সা তাহলে থাকে না। সব সময় পদ্মে বসে থাকা মা লক্ষ্মীর ছবি ঠাকুর ঘরে রাখা উচিত, সাথে সরস্বতী এবং গণেশের ছবি একসঙ্গে রাখা উচিত।

বাস্তুশাস্ত্র মতে বলা হয় ঠাকুরঘরে কিংবা ঘরে কখনোই শনি ঠাকুরের ছবি রাখতে নেই, কারণ শনিদেবের দৃষ্টিতে মানুষের জীবনে নানা ঝামেলা শুরু হয়।

বাস্তুশাস্ত্র মতে ঘরে কখনোই নটরাজের মূর্তি রাখা উচিত নয় কারণ শিবের ধ্বংসাত্মক রূপটি হলো নটরাজ। নটরাজের মূর্তি বা ছবি যদি বাড়িতে থাকে তবে সে ক্ষেত্রে বাড়িতে সবসময় নেতিবাচক শক্তি বিরাজ করে।