সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি মহাকাশে আ’ট’কে রয়েছি, পুলিশের কা’ছে সাহায্য চাইতে যা উত্তর দি’লো পুলিশ

নানান সময়ে নানান বিপদে পড়লে মানুষেরা পুলিশের সাহায্য নিয়ে থাকেন কিন্তু এক ব্যক্তি এমন এক বিপদে পড়লেন যা হয়তো আর পাঁচটা মানুষ পড়েন না। বিপদে পড়ে তিনি সাহায্য চাইলেন মুম্বাই পুলিশের কাছে। টুইটারে এমনই একটি পোস্ট করেছেন এক ব্যক্তি।

এই ব্যক্তি মহাকাশচারীর পোশাক পরা, ছবি দেখে মনে হচ্ছে তিনি চাঁদে দাঁড়িয়ে রয়েছেন এবং পিছন থেকে উঁকি মারছে আরেকটি গ্রহ। তার বক্তব্য তিনি সেখানেই নাকি আটকে গেছেন। প্রত্যেকদিনই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে নানারকম ঘটনা ঘটছে কিছু ঘটনা ভাইরাল হয় তো কিছু কিছু ঘটনা ধামাচাপা পড়ে যায়।

এই ঘটনাটি বেশ ভাইরাল হয়েছে। প্রত্যেকটা মানুষই যেমন নানান ভাবে মশকরা করেন তেমনি মুম্বাই পুলিশও এবার মশকরাতে পিছিয়ে গেলেন না। এইরকম একটি সাহায্যের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ে পুলিশের ট্রাফিক বিভাগ থেকে মহাকাশচারী সেই ব্যক্তিকে পাল্টা উত্তর জানানো হয়েছে।

আরো খবর: তিরুপতি মন্দিরে ভক্তরা দা’ন করে আসেন কয়েকশো টন চুল, কি করা হয় এই কেশরাশির?

পাল্টা উত্তর হিসেবে সেই ব্যক্তিকে বলা হয়েছে, যে জায়গাটি তাদের অধীনে নেই। কিন্তু এই ব্যক্তির বক্তব্য তিনি মহাকাশে গিয়ে যে বিপদে পড়েছেন বিপদে পড়ে তার মনে পড়েছে মুম্বাই পুলিশের কথা, সেই জন্যেই তিনি মুম্বাই পুলিশের সাহায্য চাইছেন।

ওই টুইট এর উত্তরে পুলিশ লিখেছেন, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং আস স্টিল মুন এন্ড ব্যাক। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই পোস্টটি একদম মজা করেই করা হয়েছে।

মহাকাশে কেউ আটকে পড়লে সেখান থেকে উদ্ধার করার জন্য যে কোন পুলিশ যায় না সেটা হয়তো সকলেই জানেন। অন্যদিকে মহাকাশ থেকে ছবি তুলে যে সেই ছবি সমাজ মাধ্যমে কোনভাবেই পাঠানো সম্ভব নয় সেটাও আমরা সকলেই জানি।