সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ATM থেকে ৪ বারের বেশি টা’কা তুললে অতিরিক্ত দি’তে হবে ১৭৩ টা’কা! এটি কি স’ত্যি?

বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার সীমা অতিক্রম করলেই দিতে হয় অতিরিক্ত টাকা। রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কের সুবিধার্থে সময়ে-সময়ে সার্ভিস চার্জে পরিবর্তন ঘটায়।

ব্যাঙ্কগুলি সেই ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে অফিশিয়াল ওয়েবসাইটে কোনও ধরনের পরিবর্তন হলেই তথ্য দেয় । আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হতে শুরু করেছে এমনই একটি মেসেজ।

গ্রাহকরা এই ডিজিটালাইজেশনের যুগে এই বার্তা ঠিক না ভুয়ো তা বুঝতে পারছেন না। পিআইবি টুইট করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বার্তায় দাবি করা হচ্ছে, এটিএম থেকে ৪ বারের বেশি টাকা তুললে অ্যাকাউন্ট থেকে ১৭৩ টাকা কেটে নেওয়া হবে।

আরো পড়ুন: CBI স’ব দেখবে! এবার ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ সংক্রান্ত ন’থি জ’মা দি’তে বললো সংসদ

PIB ফ্যাক্ট চেক করে জানিয়েছে, এই দাবি ভুয়ো। আপনার ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেন করা যেতে পারে। এর পরে, প্রতি লেনদেনে সর্বাধিক ২১ টাকা বা যদি কোনও ট্যাক্স থাকে তবে তা আলাদাভাবে দিতে হবে।