সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঝাড়ু ব্যবহার করার সময় এই ছোট্ট ভুল করলেই বে’র হবে জলের মতো টা’কা! বাড়বে বি’প’দ

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ একটি বস্তু হলো আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখার ঝাড়ু। এই ঝাড়ু ব্যাবহারের আবার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। ঝাঁটা এমন একটি জিনিস, যা বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে।

বাস্তু বিশেষজ্ঞ মনোৎপল ঝা জানাচ্ছেন, বাড়ির ঠিক কোথায় ঝাঁটা রাখলে সংসারের মঙ্গল হবে। অন্যথা হলে হিতে বিপরীতও হতে পারে। অনেকেই ঝাঁটা দাঁড় করিয়ে রাখেন কিন্তু বাস্তু শাস্ত্র মতে ঝাঁটা সব সময় শুইয়ে রাখা উচিত। কাজ শেষ হয়ে গেলে তা শুইয়ে রাখতে হবে। ঝাঁটার মুখ পূর্ব দিকে রাখা শুভ।

বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকের মধ্যে কোনও একটি জায়গায় ঝাঁটা রাখা উচিত। এছাড়াও ঝাঁটা ব্যাবহার করার নির্দিষ্ট সময় রয়েছে কোনও সময়ে কিন্তু ঝাঁটা ব্যবহার করা মোটেই উচিত নয়। ঘর ঝাঁট দেওয়ার নির্দিষ্ট সময় আছে। সকালে এবং সন্ধ্যা যখনই ঘর ঝাঁট দেওয়া হোক না কেন, ভূমিকে প্রণাম করে তা শুরু করা উচিত।

আরো খবর: তরমুজের খো’সা ফে’লে না দিয়ে এই দুটি পদ রান্না করুন, বার-বার খে’তে চাইবেন!

যিনি ঝাঁট দেবেন, সকালে উঠে তাঁর ঈশ্বরকে প্রণাম করতে হবে। কিন্তু ভুল দিক থেকে ঝাঁটা চালানো যাবে না। তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন বলে মনে করা হয়। ঘর ঝাড়-পোছের সময়ে পশ্চিম বা উত্তর দিক থেকে ঝাঁটা চালাতে হয়। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন।

আবর্জনা এখানে-সেখানে ফেলে না রেখে ডাস্টবিনে দিতে হবে। অন্যথা হলে নেমে আসতে পারে দারিদ্র, খারাপ সময়। এগুলো মেনে চললে তবেই মা লক্ষ্মী প্রসন্ন হবেন। এতে সংসারেও কোনো খারাপ প্রভাব পড়ে না। সুখ সমৃদ্ধি বজায় থাকে।