সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পিএফ Account থাকলে এই ভুলটি ভুলেও করবেন না! স’ত’র্ক করলো EPFO

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যাংক জালিয়াতির সংখ্যাও বাড়ছে। যেনতেন প্রকারেণ গ্রাহকের অ্যাকাউন্ট লুট করে নেওয়ার জন্য তৎপর থাকছে প্রতারকরা।

ব্যাংকের তরফ থেকেও গ্রাহকদের বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ও তাদের গ্রাহকদের উদ্দেশ্যে জারি করেছে সতর্কবার্তা।

সংস্থার তরফ থেকে ভুয়ো কলে নিজের ব্যক্তিগত তথ্য ‌না দেওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রাহকের থেকে কোনো রকম তথ্য জানার জন্য তারা কখনো ফোন করে না।

আরো পড়ুন: এই কয়েকটি ক্ষে’ত্রে ২০২৬ সালে চাকরিতে জোয়ার আ’স’তে চলেছে, হবে ১.২০ কোটির কর্মসংস্থান

আধার, প্যান, ইউ এ এন, ব্যাংক একাউন্ট, ফোনে ওটিপি, সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত তথ্য তারা কখনোই তাদের গ্রাহকদের থেকে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়া মারফত কারো কাছে টাকা জমা করার কথাও ইপিএফও জানায় না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এই ধরনের ফোন কলে সাড়া দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। উল্লেখ্য পিএফে সুদের হার অনেকটাই কমেছে। 2021-22 অর্থবর্ষে 8.1 শতাংশ সুদের হার স্থির করা হয়েছে। গত চার দশকে এটি সবথেকে কম সুদের হার হিসেবে গণ্য হচ্ছে।

সুদের হার কমানো নিয়ে বিরোধীদের নিশানায় রয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্যবৃদ্ধির জন্য এই মুহূর্তে মধ্যবিত্তের হাতে টাকা নেই। বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় প্রকল্পের সুদের হার কমিয়ে দেওয়া হলে সাধারণের মাথায় হাত পড়বে। অথচ কেন্দ্রীয় সরকার তাই করছে। এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে বিরোধী দলগুলি।