সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ছোট্ট কাজটি কৃষকরা ঠি’ক করে করলেই পাবেন ৩৬ হাজার টা’কা, জানুন বি’শ’দে

আমাদের ভারত কৃষিপ্রধান একটি দেশ, আর যার কারণেই কৃষিকাজের গুরুত্ব আমরা বুঝি। তবে কৃষিকাজ আমাদের মূল উৎস হলেও, কৃষকরা কিন্তু তেমন ভালো নেই দেশে। কারণ সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, সময় মতো ফসল হাতে পাওয়া গেলেও সেখান থেকে তেমন লাভ আসে না।

যার কারণে তাদের সর্বদা ক্ষতির মুখ দেখতে হয়। তাই তারা কোনোকিছু না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এতে দেশের ক্ষতি। কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। তাদের বিপদের দিনে পাশে দাঁড়াতেই হবে। তাই কেন্দ্রীয় সরকার অনেক কয়েকটি স্কিম নিয়ে এসেছে কৃষকদের জন্য।

যার মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্যতম। এই স্কিমের মাধ্যমে সরকার কৃষকদের ৩৬ হাজার টাকা দেয়। তবে সেটা একবারে নয় ,ভাগে ভাগে।৩ হাজার টাকা করে প্রতিমাসে কৃষকদের দেওয়া হয়।তবে এর জন্য অল্প অল্প করে কৃষকদের টাকা জমাতে হয়।

আরো পড়ুন: প্রাক্তণ স্বামীর কোনো স্মৃ’তি’ই নিজের কা’ছে রাখবেন না, বি’য়ে’র শাড়ি ফিরিয়ে দিলেন সামান্থা

প্রতিমাসে ৫৫-২০০ টাকা পর্যন্ত কৃষকরা টাকা জমাতে পারে একাউন্টে। আর সেটার জন্য আবার বয়স সীমা হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। ভারতের পেনশন ফান্ড লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর তত্ত্বাবধানে চলবে এই কাজ। এই স্কিম যত কম বয়সে করা যায় তার ততই লাভ।

এখানে বলা হয়েছে ১৮-২৯ বছরের মধ্যে যারা থাকবে তাদের ৫৫-১০৯ টাকা মাসে দিতে হবে। ৩০-৩৯ বছরের মধ্যে যারা থাকবে তাদের ১১০-১৯৯ টাকা দিতে হবে। এদিকে যারা আবার ৪০ বছরে স্কিম টা নেবে তাদের মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে।‌