সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেউ আমাকে চো’র বললে ম’নে হয় ঘু’ষি মে’রে নাক ফা’টি’য়ে দিই: শোভনদেব চট্টোপাধ্যায়

এসএসসি দুর্নীতি, গরু পাচার মামলা, সারদা, নারদা কাণ্ডে রীতিমতো বিধ্বস্ত রাজ্য শাসক দল। রাজ্যের একের পর এক হেভি ওয়েট নেতাদের বিরুদ্ধে উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। এমতাবস্থায় বিরোধীরা এবং রাজ্যের সাধারণ মানুষের একাংশ তৃণমূলের হেভি ওয়েট নেতাদের প্রকাশ্যেই ‘চোর’ বলে কটাক্ষ করছেন। বর্তমান পরিস্থিতিতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রবীণতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়।

সম্প্রতি তিনি মন্তব্য করেছেন যখন কেউ চোর বলে সম্বোধন করেন তখন তার মনে হয় ঘুসি মেরে মুখ ফাটিয়ে দেবেন। মমতার অতিপ্রিয় মন্ত্রীর মুখে এহেন বার্তা কার্যত রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করছে। কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার, এসএসসি থেকে শুরু করে টেট দুর্নীতি, সেই সঙ্গে সারদা, নারদাও আরো একবার উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য সরকারের। একের পর এক দুর্নীতি কান্ড রাজ্য শাসক দলের অস্বস্তি ক্রমশ বাড়াচ্ছে।

বিরোধী দলগুলি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সকলকে চোর বলে কটাক্ষ করেন। যার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি আরো বলেছেন যখন কেউ তাকে চোর বলে তখন তার মনে হয় এক ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিতে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কাদা ছিটানোর মতো ক্ষমতা কারো হয়নি বলে তিনি দাবি করেন। তাকে চ্যালেঞ্জ ছুঁড়েও কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

আরো পড়ুন: রবিবার হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ, কি হ’বে রেজাল্ট?

উল্লেখ্য সাম্প্রতিক সময়কালে একের পর এক যে দুর্নীতি প্রসঙ্গ উঠছে তাতে তৃণমূলের নেতা-মন্ত্রীদের নাম জড়িয়ে যাওয়াতে চাপে রয়েছে শাসক দল। এই পরিস্থিতিতে পাল্টা তোপ দাগছেন শাসক দলের সদস্যরা। এর আগে সৌগত রায় বলেছিলেন সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি করা উচিত। এহেন মন্তব্য তৃণমূলের অস্বস্তি আরো বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।