Home আন্তর্জাতিক বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জিতলে কোটি কোটি টা’কা জ’লে যা’বে! দেখে নিন কি...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জিতলে কোটি কোটি টা’কা জ’লে যা’বে! দেখে নিন কি অ’ব’স্থা তাদের

কিছুদিন আগেই শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে ফুটবলপ্রেমীরা পাগল। তবে এবারে ফ্রান্স খুব ভালো খেলছে তাই বেটিং এবারে ফ্রান্স নিয়েই বেশি। কে সব থেকে বেশি গোলদাতা হবে বা কোন দল চ্যাম্পিয়ন হবে সেই নিয়ে ইংল্যান্ডের জুয়ার বাজার সরগরম। বর্তমানে লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপেকে নিয়েও জমে উঠেছে লড়াই।

বাজির দরে এগিয়ে রয়েছেন মেসি। কিন্তু প্রথম থেকে ফ্রান্স ভালো খেলার জন্য সকলে ফ্রান্সের হয়েই বাজি ধরেছে। তাই এই রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল নিয়ে মহা চিন্তায় হয়েছে জুয়াড়িরা। কারন মেসির পারফরম্যান্স যত দিন এগোচ্ছে ভালো যাচ্ছে আর তাই সকলে ফ্রান্সের উপর করা বেটিং নিয়ে চিন্তায় আছে। শেষ অব্দি ফ্রান্স জিততে পারবে তো?

ফ্রান্স বিশ্বকাপ জিততে না পারলে কোটি কোটি টাকা ক্ষতি হবে জুয়াড়িদের। এমবাপে ফাইনালের নায়ক হতে না পারলেও বড় ধাক্কা পাবে জুয়াড়িরা। কারণ বাজির দরে আর্জেন্টিনার থেকে অনেক এগিয়ে ফ্রান্স। এমবাপেও পিছনে ফেলে দিয়েছেন মেসিকে। ইংল্যান্ডের জুয়া সংস্থাগুলি এখন তাই মনেপ্রাণে চাইছে ফ্রান্সের জয়। এমবাপের অনবদ্য পারফরম্যান্স।

আরো খবর: বেডরুম অ’ন্য দেশে! রান্নাঘর আ’রে’ক দেশে, ভারতের এই গ্রাম প্রধানের স্ত্রী র’য়ে’ছে ৬০ জন

আর তাই এই নিয়ে বিশ্বের প্রাচীনতম জুয়া সংস্থা ফিটজ়ডারেসের সিইও উইলিয়াম উডহ্যামসও পরিস্থিতি দেখে ক্ষতির আশঙ্কায় রয়েছেন। মেসি গোল করলে এবং আর্জেন্টিনা জিতলে বিপুল ক্ষতি হবে তাঁদের। উডহ্যামস বলেছেন, ‘‘আমরা ভয় পাচ্ছি মেসিকে। ও গোল করে আর্জেন্টিনাকে জিতিয়ে না দেয়। আমরা চাই এমবাপে আরও গোল করুক। গোল সংখ্যায় মেসির আগে থাকুক এমবাপে। বিশ্বকাপ জিতুক ফ্রান্স। রবিবার আমরা সবাই ফ্রান্সকেই সমর্থন করব।’’