সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিল্লির কা’ছে চাইবো না, আঁচল ফেলে ভিক্ষা চাইবো আপনাদের কা’ছে, কেন্দ্রের ব’ঞ্চ’না নিয়ে সরব মমতা

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কিছুদিন আগে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসেছিলেন। তৃণমূল নেত্রী বলেছেন, ‘‘আমার দল বাংলার শাসন ক্ষমতায় আছে। এর মানে মানুষের কাছে আমার ও আমাদের দলের দায়বদ্ধতা আছে। সরকারের থেকেও আমার তৈরি করা দল আমার কাছে অনেক বড়…।’’এর ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘‘… (দল) আমার গর্ব।

বাংলার মাটিতে এই দল তৈরি করেছেন আপনারা আপনাদের সরকার তৈরি করার জন্য। আমি বিজেপির মতো যেখানে সেখানে সরকারি অর্থ অপচয় করা পছন্দ করি না।’’ বাংলার প্রতি কেন্দ্রের করা আর্থিক বঞ্চনার প্রসঙ্গে মমতা বলেন, ‘‘যারা দিন আনে দিন খায় তাদের টাকা আটকে দিয়েছে কেন্দ্র।

তাদের হয়ে সবসময় ধর্নায় বসব আমি।” বিভিন্ন যৌথ প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে মোটা টাকা বকেয়া রয়েছে রাজ্যের।এমনকি ১০০ দিনের কাজে বিপুল টাকাও এসে পৌঁছয়নি এখনও। এই অবস্থায় রাজ্যের ভাড়ার শূন্য হয়ে গেছে।বাংলার উন্নয়ন থমকে গেছে।

আরো খবর: ২০১৪ সালের TET পরীক্ষায় সকলকেই ৬ নম্বর দিতে হবে! নি’র্দে’শ আদালতের

রাজনৈতিক বিশ্লেষকদের মতে পঞ্চায়েত ভোটের আগে বাংলায় তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিজেপি রাজ্যের বকেয়া টাকা আটকে রেখেছে। গতকাল বিকেলে আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন হয়। ৪৪০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই থ্রি টায়ার অডিটোরিয়াম।

এর আকার অনেকটাই শঙ্খের মতো। সেই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”শুনছি ২০২৪ পর্যন্ত কেন্দ্র আমাদের কিছু দেবে না। না দিক।

আমি আমার আঁচল পেতে আপনাদের কাছে ভিক্ষা চাইব , কিন্তু কেন্দ্রের কাছে ভিক্ষা চাইতে যাব না।” কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্যে উন্নয়ন থেমে থাকবে না,এমনটাই জানিয়েছেন তিনি।