সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানের প’র্দা ফাঁ’স ক’রে দেব, হঠাৎ করেই তো’প দাগলেন আদনান শামি

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই হুংকার আদনান শামির। হুংকার দিলেন পাকিস্তানকে। ২০১৬ সালে পাক নাগরিকত্ব ছেড়ে ভারতে প্রবেশ করেন আদনান এবং ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। অতীতেও গায়ককে একবার পাক বিরোধী মন্তব্য করতে দেখা গেছে। বহু বছর পর আবার গর্জে উঠলেন পাকিস্তানের বিরুদ্ধে আদনান। সোমবার সঙ্গীতশিল্পী সরাসরি পাকিস্তানি সরকারকে হুংকার দিলেন তার সঙ্গে ঘটনা ঘটেছে তা প্রকাশ্যে আনার হুমকি দিলেন গায়ক। তিনি লিখলেন,” আমি বাস্তবটা সামনে নিয়ে আসব”‌।

এই টুইটের পর থেকে হইচই পড়ে গেছে গোটা ভারত এবং পাকিস্তানের সোশ্যাল মিডিয়া জুরে। প্রশ্ন উঠেছে যে আসলে কি ঘটেছিল আদনান শামির সঙ্গে? বহু নেটিজেনরা এই বিষয়ে প্রশ্ন করেছে। গায়ক লিখেছেন,” পাকিস্তানকে এত ঘৃণা করি কেন ? পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমার কোন রোষ নেই, আমার সঙ্গে তারা কখনো খারাপ ব্যবহার করিনি বরং আমি তাদের সঙ্গে কাটিয়েছি, সেই মুহূর্তগুলো খুবই ভালো, যারা আমাকে ভীষণ ভালোবাসে আমি তাদের সবাইকে ভীষণ ভালোবাসি”।

তিনি আরো লেখেন,” যেটা আমার সমস্যা পাকিস্তানের প্রশাসনের সঙ্গে। যারা আমাকে খুব ভালোমতো চেনেন তারা খুব ভালো করেই জানেন যে আমার সঙ্গে পাকিস্তানের সরকার কি করেছে। বছরের পর বছর ধরে আমার সঙ্গে তারা কি ব্যবহার করেছে, সেই যন্ত্রণার কথা আজও সকলেই জানেন। এটাই ছিল পাকিস্তান ছাড়ার আমার বড় কারণ।”

আরো পড়ুন: পুরুষদের বিশ্বকাপ পরিচালনার দা’য়ি’ত্ব এবার তিন মহিলার হা’তে, চিনে নিন তাদের

যদিও আদনান শামির এই ধরনের টুইট এর পরিবর্তে কমেন্ট বক্স ভরে যায় তাঁর অনুরাগীদের কমেন্টে। কেউ লিখেছেন,” আপনি সত্যি ভীষণ ভালো মানুষ। আপনার সঙ্গে আমার পরিবারের একবার চেন্নাইতে দেখা হয়েছিল আজও সকলে আপনার নাম করে।”

 

View this post on Instagram

 

A post shared by ADNAN SAMI (@adnansamiworld)


কেউ কেউ মন্তব্য করে লিখেছেন,” স্যার আপনাকে আমরা সকলেই ভীষণ ভালোবাসি। পাকিস্তান হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিন্তু আপনি আমাদের দেশের সম্পদ আমাদের দেশের গর্ব এই কারণেই আপনাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে”।