সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতি সোমবার ম’নে করে মহাদেবকে এই জিনিসগুলো অ’র্প’ণ করলে মি’ল’বে শিবের আশীর্বাদ

হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী কোন মানুষের জীবনে যদি দেবতার কৃপা থাকে তাহলে সে জীবনের সকল কাজে সাফল্য লাভ করে। সমাজের প্রত্যেকটা মানুষ তার নিজেদের নিজেদের আধ্যাত্ম দেবতাকে পূজা করে থাকেন।

হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি দেব-দেবীর পূজা একটি বিশেষ দিন এবং নির্দিষ্ট তিথিতেই হয়ে থাকে। এই বিশেষ দিন এবং নির্দিষ্ট তিথি মেনে যদি সেই দেবতার পুজো করা হয় তাহলে অবশ্যই তার ফল খুব ভালো হয়।

দেবাদিদেব মহাদেব যিনি শুধুমাত্র বেলপাতা, ধুতরা ফুল, আকুন্দ ফুল, দুধ, গঙ্গাজল এগুলোতে খুশি। যদি খুশি করতে হয় এই সমস্ত জিনিস দিয়ে পুজো করতে হবে। গোটা বিশ্বের উৎস তিন শক্তির উৎস ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে ভা’লো লাগছে না! বাংলাদেশ যদি নাগরিকত্ব দে’য় ভা’লো হয়, কবীর সুমনের মন্তব্য ঘি’রে বি’ত’র্ক

এই তিন দেবতাকে প্রাচীনকাল থেকে আদি দেবতা হিসেবে পুজো করা হয়ে আসছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দেবতার পূজো করা হয়ে থাকলেও নিত্য পুজো অবশ্যই থাকে প্রত্যেকটা দেবতার ক্ষেত্রে। সপ্তাহের একেকটি দিনে পূজিত হন একেকটি দেবতা।

সোমবার বাবা ভোলানাথের বার হিসেবে নির্বাচিত। এইদিনে অনেকেই সকাল-সকাল স্নান করে উপোস করে বাবার মাথায় জল ঢেলে থাকেন। এটি একটি বিশেষ টোটকা প্রত্যেক সপ্তাহে মানা খুব শুভ।

সোমবার দিন যখন মহাদেবের পুজো করা হবে সেই সময় অবশ্যই সাতটি জিনিস অর্পণ করতে হবে। এই সাতটি জিনিস হলো ধুতরা ফুল, দুধ ,আকুন্দ ফুল, গঙ্গাজল, চন্দন, বেলপাতা, চাল। এই সাতটি জিনিসেই মহাদেব খুব সন্তুষ্ট হন।

এই টোটকা অবলম্বন করলে কারো যদি চাকরি সংক্রান্ত নানান সমস্যা থাকে সেটাও ঠিক হয়ে যায়। এইদিন মহাদেবকে সাতটি জিনিস দিয়ে পুজো করার পরে অবশ্যই ১০৮ বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। এবার আসুন জেনে নি কিভাবে সাতটা জিনিস দিয়ে আপনি মহাদেবের পুজো করবেন।

আরো পড়ুন: গ্রাহকদের পকেট কা’ট’লো SBI, ঋণে সুদের হা’র অনেকটা বা’ড়া’লো দেশের শী’র্ষ ব্যাংক

একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তারমধ্যে গঙ্গাজল মেশান এরপর তার মধ্যে ফেলে দিতে হবে কয়েকটি চাল, এই জল ঢালতে হবে শিব লিঙ্গের মাথায়।

প্রত্যেক মাসে একটি করে মাসিক শিবরাত্রির দিন থাকে এই ব্রতটি অবশ্যই করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে পঞ্জিকায়। এই মাসিক শিবরাত্রির দিন নতুন পোশাক পরে দুধ, মধু, গঙ্গাজল, দই ,ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে তার সঙ্গে মহাদেবের মন্ত্র জপ করতে হবে।