সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজে যে প্রে’গ’নে’ন্ট তা জানতেনই না! মা’ঝ আকাশে সন্তানের জ’ন্ম দিলেন মহিলা

তার নাম হতে পারত পাখি। যদিও তরুণী মা নিজের সদ্যজাতর নাম পাখি রাখেননি। মাঝ আকাশে উড়ন্ত বিমানে এই ছোট্ট কন্যাকে জন্ম দিয়েছেন তরুণী মা। যদিও এই ঘটনা অনেক আগে অনেকবার ঘটে গেছে কিন্তু এই ঘটনাটি একেবারে অন্য কারণ ওই মহিলা যে গর্ভবতী তা তিনি নিজেই জানতেন না। গোটা ঘটনায় অবাক হয়ে গেছেন বিমান কর্মী থেকে সহযাত্রী সকলেই। তবে কোনো সমস্যা হয়নি। সহযাত্রীদের মধ্যে একজন ছিলেন চিকিৎসক এবং একজন নার্স।

তরুণীকে প্রসবে সাহায্য করেছেন তারা। তরুণী মা এবং সদ্যোজাত খুদে এখন ভালো আছে বলে জানিয়েছেন ডাচ বিমান সংস্থা।ইউকিয়েডরের বাসিন্দা তরুণী তামারা। ইউকিয়েডের শহর গুয়াকুলি থেকে ডাচ-বিমান সংস্থা কে এল এম রয়েল এর বিমানে চেপেছিলেন। বিমানটি যায় আমস্টার ড্যামে যদিও তরুনীর গন্তব্য ছিল স্পেন।

আসলে মাঝ পথেই শরীরে অস্বস্তি শুরু হয়ে যায় তরুণীর। বিমান তখন কয়েক হাজার ফুট উঁচু আকাশে উড়ছে। পেটে কিভাবে ব্যথা শুরু হয়ে যায় তরুণীর। বাথরুমে গিয়ে কোন রকমে সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। তখনই তরুণীকে সন্তান প্রসবের সাহায্য করেন সহ যাত্রীরা। তারাই নির্বিঘে সন্তান প্রসব করান।

আরো খবর: অন্য অভিনেত্রীদের দিন শে’ষ, বাংলা ছ’বি কাঁ’পা’তে আসছে এই বলি অভিনেত্রী

বিমান আর্মস্টারদাম পৌঁছানোর পরেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। বিমান সংস্থা কে এল এম রয়েল এর প্রতিনিধি নিশ্চিত করেছেন, তামারা এবং তার সন্তান ভালো আছে। তরুণীকে প্রসাবে সহযোগিতা করায় অস্ট্রেইয়াক চিকিৎসক এবং নার্সকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিমান সংস্থা।

বিমানে থাকা অন্য যাত্রীদের ধন্যবাদ জানানো হয়েছে। হাসপাতালে যাতে তরুণী মা এবং তার সন্তান ভালো চিকিৎসা পায় তার জন্য সমস্ত ব্যবস্থা করেছে বিমান সংস্থা। খুদের নাম হয়েছে ম্যাক্সিমিলিয়ানো।