সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কান্না শু’রু করে দিলেন চন্দ্রবাবু নাইডু, বললেন মুখ্যমন্ত্রী না হ’লে বিধানসভায় যা’বে’ন না

অন্ধ্রপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তথা তেলেগু দেশম পার্টির সভাপতি গত মঙ্গলবার ঘোষণা করেন, তিনি বর্তমান কার্যকালে আর বিধানসভায় প্রবেশ করবেন না। তিনি জানান, শাসক দল YSR কংগ্রেসের সদস্যরা তাঁকে আর তাঁর স্ত্রীকে অপমান করেছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পর আমি আর এই সভায় অংশ নেব না আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরই বিধানসভায় ঢুকব। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে মহিলা শক্তি নিয়ে আলোচনার সময় বিধানসভায় ৭১ বছর বয়সী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আর তাঁর স্ত্রীকে অপমান করার অভিযোগ উঠেছে। আর এই নিয়ে বলার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাঁদতে দেখা যায়।

চন্দ্রবাবু নাইডু মঙ্গলাগিরিতে টিডিপির সদর দফতরে এই নিয়ে সাংবাদিক বৈঠক করার সময় কান্নায় ভেঙে পড়েন। উনি বলেন, আমার স্ত্রী কখনো রাজনীতি করেনি। আমি ক্ষমতার বাইরে থাকি আর ক্ষমতায় থাকি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে সে আমাকে উৎসাহ ও সাহস দিয়েছে শুধু, কিন্তু কোনদিনও রাজনীতিতে আসেনি। এরপরেও আমার স্ত্রীকে অপমান করা হয়েছে।

নাইডু আরও বলেন, “আমার ৪০ বছরের রাজনীতির জীবনে এরকম দুঃখ আমি কখনো অনুভব করিনি। আমি বিধানসভায় শাসক দল আর বিরোধী দলের মধ্যে অনেক উত্তেজনার তর্কাতর্কি দেখেছি। কিন্তু বিরোধীদের এভাবে দমন করা কোনদিনও দেখিনি।”