সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি চুনোপুঁটি বিধায়ক, দ’লী’য় সং’ঘা’তে মুখ খু’লে না খেয়ে ম’র’বো নাকি: মদন মিত্র

পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি-র গ্রুপডি নবম-দশম নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে। তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন ওই দুর্নীতি হয় বলে অভিযোগ। সেই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট।

সেই নিয়ে টানাপোড়েন চলছে তৃণমূলের অন্দরেও। পার্থর আমলে দুর্নীতি হয়েছিল, তাই তাকেই জবাব দিতে হবে, এ ব্যাপারে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কোনও দায় নেই বলে জানিয়ে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক।

কোনও দায় নেই বলে জানিয়ে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের এই মন্তব্যে তৃণমূলের আন্দরে ফাটল যে চওড়া হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

আরো পড়ুন: আজ পয়লা বৈশাখ, চটজলদি বা’নি’য়ে ফে’লু’ন উচ্ছে বাবু চিকেন! রইলো রেসিপি

কারণ পার্থর পাশে দাঁড়িয়ে কুণালকে পাল্টা কটাক্ষ করতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই পরিস্থিতিতে তাঁর অবস্থান জানতে চাইলে মদন বলেন, তিনি মুখও নন, পাত্রও নন।

তিনি এক জন চুনোপুঁটি বিধায়ক মাত্র। পার্থ-কুণালকে নিয়ে কিছু বললে না খেয়ে মরতে হবে। কুণাল কেন বলেছে, তার উত্তর কুণালই দিতে পারবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিমুক্ত ভাল প্রশাসন দিতে চেয়েছিলেন এবং এখনও চান।