সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’য়া’ন’ক গ’তি’তে ধে’য়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, কোথায় অবস্থান এই মু’হূ’র্তে দেখে নিন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করছে। আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সুপার সাইক্লোনের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সুপার সাইক্লোনের প্রভাবে উড়িষ্যা এবং অন্ধপ্রদেশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে প্রবল গতিবেগ নিয়ে আছড়ে পড়বে গুলাব। এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও দক্ষিণ ওড়িশায় ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি এই ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ ওড়িশা, প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে। কাজেই ওই অঞ্চলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ২৬ সেপ্টেম্বর রবিবার অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় ওড়িশার গোপালপুরে দক্ষিণ পশ্চিমে ২৭০ কিমি দূরে ও কলিঙ্গপত্তনমে ৫৪০ কিমি দূরে অবস্থিত বলে জানিয়েছে হাওয়া অফিস।

মৌসুম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের সময় ঘণ্টায় ৮০-৯৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র ব্যাপক উত্তাল থাকবে। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দুদিন উড়িষ্যা এবং ছত্রিশগড়ে মুষলধারে বৃষ্টিপাত হতে চলেছে। প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রায় ১,৬০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।