সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্সের নি’য়’মে বি’রা’ট পরিবর্তন! আ’বে’দ’ন করার আ’গে জেনে নিন

মানুষ যদি এখন ড্রাইভিং লাইসেন্সের কথা ভেবে থাকে, তাহলে প্রথমেই মাথায় আসে পরীক্ষার। আজ্ঞে হ্যা অনেকেই হয়ত জানেন না এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য নিয়ম করে পরীক্ষা দিতে হয়।

সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলেই আপনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন। এটা সত্যি একটি বড় ঝামেলা। তবে এবার নিয়মে বড়সড় বদল করল মোদী সরকার। দেশের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ।

ইতিমধ্যেই ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন আইন প্রস্তাব করা হয়েছে। নিয়ম লাগু হলেই আর কোনো রকম রিজিওন্যাল ট্রান্সপোর্ট অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না। সহজেই হাতে পাওয়া যাবে লাইসেন্স।

আরো পড়ুন: দেশে এবার চোখ রা’ঙা’চ্ছে “টমেটো ফ্লু”, এই রোগের কি কি উ’প’স’র্গ জেনে নিন

নতুন নিয়মে আপনাকে কোনো রকম আর টি ও অফিসে গিয়ে পরীক্ষা বাঁ ড্রাইভিং টেস্ট দিতে হবে না। ২০২২ ১ লা জুলাই থেকেই নাকি এই নতুন নিয়ম লাগু করা হবে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকেই এই নিয়ম প্রণয়ন করা হবে। আগের মতো আর পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে না।

যে কোনো স্বীকৃত স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়া যাবে, চাইলে ট্রেনিং শেষ করে স্কুল থেকেও দেওয়া যাবে পরীক্ষা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে দেওয়া হবে সার্টিফিকেট।

আর সেটার মাধ্যমেই সহজেই হবে ড্রাইভিং লাইসেন্স। লাইট মোটর ভেহিকলের জন্য একটি কোর্স তৈরী করা হবে। ৪ সপ্তাহের একটি কোর্স। যেখানে অন্তত ২৯ ঘন্টার প্রশিক্ষণ থাকতে হবে।

আরো পড়ুন: খলিস্তানী ও কাশ্মীরি জ’ঙ্গি’দে’র নিয়ে নয়া গো’ষ্ঠী তৈ’রি হচ্ছে! ভারতে হা’ম’লা’র ছ’ক ISI-র

যেখানে রাস্তায় গাড়ি চালানো, গ্রাম কিংবা শহরে গাড়ি চালানো ও হাইওয়েতে গাড়ি চালানো সাথে পার্কিং ও রিভার্স গিয়ার সম্পর্কে শেখানো হবে। মোট ২১ ঘন্টা সেখানে সময় দেওয়া হবে।

তাঁর সাথে বাকি ৮ ঘন্টা বিভিন্ন থিওরি পড়ানো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। নতুন নিয়ম লাগু হয়ে গেলেই আর সাধারণ মানুষকে আর টি ও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না।

আর টি ও অফিসের পরীক্ষার দিনের জন্য অপেক্ষা করতেও হবে না। যে কোনো স্বীকৃত ড্রাইভিং স্কুল থেকেই সেই পরীক্ষা দেওয়া যাবে অনায়াসে।