সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন সা’ল ২০২২ কেমন যা’বে? এই র’হ’স্য’ম’য় ভবিষ্যৎদ্রষ্টা কি বলেছিলেন?

2020 এবং 2021 সাল ভারতবাসীদের জন্য মোটেও ভালো যায়নি। মহামারীর দরুন মৃত্যু মিছিল, লকডাউন, ঘূর্ণিঝড়, পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণের’ জীবন। আগামী বছর যাতে সুন্দর হয়ে ওঠে সেই প্রার্থনা করছেন পৃথিবীর সর্ব প্রান্তের মানুষ। আগামী বছর কেমন যাবে? এই প্রশ্নের জবাবে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ফরাসি দার্শনিক এবং জ্যোতিষবিদ নস্ত্রাদামুস।

আজ থেকে কয়েকশো বছর আগে তিনি যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তার প্রায় সবটাই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এই ভবিষ্যৎদ্রষ্টার মতই আরও 1 জন রয়েছেন যিনি 12 বছর বয়সে চোখের দৃষ্টি হারিয়েছিলেন। তবে খুলে গিয়েছিল তার অন্তর্দৃষ্টি। তার নাম ভাঙ্গা বাবা। তিনিও 2022 নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। 2022 সালের সুনামি এবং প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরো বলেছেন আগামী বছর সাইবেরিয়াতে জন্ম নিতে পারে নতুন কোন মারণ ভাইরাস। যা হয়তো করোনার থেকেও সাংঘাতিক হয়ে উঠতে পারে। আপাতত সে নাকি বরফের মধ্যে ঘুমিয়ে আছে। কিন্তু বিশেষভাবে উষ্ণায়ন বাড়ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে মেরু প্রদেশের বরফ গলছে। এতে সেই ভাইরাসের ঘুম ভাঙবে। সে ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।

2022 সালে তীব্র জল সংকটের মুখে পড়বে পৃথিবীর বহু শহর। পানীয় জল মেলাও দুষ্কর হয়ে পড়বে। এমনকি অন্য গ্রহের প্রাণীদের নাকি পৃথিবীতে এসে হামলা চালাতে পারে। শুনতে কল্পবিজ্ঞানের কাহিনী মনে হলেও ভাঙ্গা বাবা এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন। একই সঙ্গে জানানো হয়েছে এই বছর প্রবল গরমের মুখোমুখি হতে হবে। গরমে 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাবে তাপমাত্রা। বাড়বে পঙ্গপাল হামলা। এমনই সব ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করা হয়েছে আগামী বছরের উদ্দেশ্যে।