সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কত মাইলেজ দে’য় ট্রেন? এক কিমি যেতে কত টা’কা’র ডিজেল লা’গে?

বর্তমানে অধিকাংশ ট্রেন বিদ্যুৎ চালিত। তবে মালগাড়িকে যেহেতু অনেক দূরের রাস্তা অতিক্রম করতে হয় তাই ডিজেল চালিত ইঞ্জিন মালগাড়িকে এগিয়ে নিয়ে যায়। এমনিতে গাড়ি, বাইক এমনকি বিমানের মাইলেজ সম্পর্কেও কিছু না কিছু ধারণা মেলে। তবে ট্রেনের বাইরের সম্পর্কে তেমন কোনও ধারণা নেই সাধারণের।

এমনিতে লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন বিদ্যুৎ চালিত। দূরপাল্লার ট্রেনও বিদ্যুৎচালিত। তবে মালগাড়ির ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। মালগাড়িতে ব্যবহৃত ডিজেল ইঞ্জিনের মাইলেজ কত? এই বিষয়টি নির্ভর করে ডিজেল ইঞ্জিনের ক্ষমতার উপরে। সাধারণত ডিজেল ইঞ্জিনকে তিন ভাগে ভাগ করা যায়, 5000 লিটার, সাড়ে পাঁচ হাজার লিটার এবং ছয় হাজার লিটার।

ডিজেল ইঞ্জিন ট্রেনের কতগুলি কামরা টেনে নিয়ে যাচ্ছে তার ওপরই নির্ভর করে মাইলেজ। 12 কোচের প্যাসেঞ্জার ট্রেন এক কিলোমিটার যেতে 6 লিটার ডিজেল খরচ করে। 24 কোচের এক্সপ্রেস ট্রেনও একই মাইলেজ দেবে। 12 কোচের এক্সপ্রেস ট্রেন এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 4 লিটার ডিজেল ব্যবহার করে।