সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুকেশ আম্বানির প্রতিদিনের কনভয়ের ক’ত খরচ? জানলে ল’জ্জা পাবেন দেশের শীর্ষ নেতানেত্রীরাও

ভারতের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে প্রথমেই আছেন মুকেশ আম্বানি। ভারতীয় শিল্পপ্রতিদের মধ্যে সবথেকে জনপ্রিয় তিনি । তবে শুধুমাত্র ভারত বললে ভুল হবে এখন গোটা বিশ্বের মানুষই তাকে খুব ভালো মতোই চেনেন। পৃথিবীর প্রথম ১০ জন ধনী ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন। মুকেশ আম্বানির নাম রয়েছেন ধনী ব্যক্তিদের তালিকায় ৯ নম্বরে।

মুকেশ আম্বানি এবং তার পরিবারের সমস্ত সদস্যদের যার জমকপূর্ণ জীবনযাত্রা সম্পর্কে সকলেই জানেন। পরিবারের কথা মাথায় রেখে তিনি প্রায় ৬০০ জন কর্মচারীকে কাজে রেখেছেন। তাদের কাজ হল আম্বানি পরিবারের দেখাশোনা করা, তবে মুকেশ আম্বানির পরিবারে এবং বাড়িতে যদি কাজ পেতে হয় তাহলে কিন্তু অনেক কঠিন পরীক্ষায় দিতে হয়।

কাজের জন্য ট্রেনিং দেওয়া হয় যার পর কাজ পাওয়া যায়। তবে এই কাজের বিনিময়ে কিন্তু প্রত্যেক মাসে পাওয়া যায় মোটা অংকের বেতন। প্রত্যেকের মাসিক বেতন প্রায় এক লক্ষ টাকারও বেশি। মুকেশ আম্বানির পরিবারের জন্য যেমন কর্মচারী আছে তেমনি মুকেশ আম্বানির সুরক্ষার জন্য রয়েছে জেড প্লাস সুরক্ষা ব্যবস্থা।

আরো খবর: সব কিছু সামনেই চলে এলো! স্বামী অভিষেককে পু’রো ভ’য় পা’ই’য়ে রাখেন স্ত্রী ঐশ্বর্য, রইলো ভিডিও

তার এই সুরক্ষার জন্য কনভয়তে গত বছর ধরে নতুন নতুন গাড়ি নিয়ে আসা হয়েছে। গাড়িগুলির দাম কয়েকশো কোটি টাকা। মুকেশ আম্বানি বিলাশবহুল গাড়িতে সফর করেন, শুধুমাত্র মুকেশ আম্বানি না তার সঙ্গে তার সইআইএসএফ কর্মীরাও বিলাসবহুল গাড়িতে ঘুরে থাকেন।

মুকেশ আম্বানির গাড়ির তালিকায় রয়েছে রেঞ্জ রোভার এস ইউ ভি, রয়েছে ল্যান্ড রোভার, রয়েছে মার্সিডিজ বেঞ্জ ,রোলস রোয়েস এসইউভি। তার কনভয়ে ব্যবহার করার গাড়ি গুলোর দাম প্রায় ৩০ কোটি টাকা।

এই গাড়িগুলোকে সাধারণত পুলিশের যান হিসেবেই ব্যবহার করা হয়। আম্বানির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ব্যবহার করেন এমজি গ্লোস্টার,মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস।