সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটি অটোতে কয়জন মানুষ উ’ঠ’তে পারেন? গু’ন’তে গু’ন’তে হাঁ’পি’য়ে উঠলেন পুলিশকর্মী! রইলো ভিডিও

আমরা যখন অটোয় যাতায়াত করি সাধারণত কতজন মিলে যাতায়াত করি? স্বাভাবিক ভাবেই ৫ জন একটু বড় স্পেস যুক্ত অটো হলে ৭ জন প্যাসেঞ্জার থাকে। কিন্তু কখনো কি শুনেছেন একটা অটোয় ১৯ জন যাত্রী নিয়ে যাতায়াত করা যায়। না অবশ্যই যায়না সেটা আসন্ন মৃত্যুর ফাঁদ ছাড়া আর কিছুই না। তবুও একটা অটোয় ১৯ জন মিলে সফর করতে দেখা গেলো মধ্যপ্রদেশের এক জায়গায়।

সেখানে একটা অটোকে পাকড়াও করেন ওই রাজ্যের সিধি জেলার দায়িত্বে থাকা পুলিশ অফিসার ভগবত প্রসাদ পাণ্ডে। তিনি ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখেন একটা রাস্তায় যথেষ্ট জোর গতিতে এগিয়ে চলছে একটি যাত্রীবাহী অটো। তবে বাইরে থেকে দেখলে বুঝতে পারা যাবে না যে, ঠিক কত জন যাত্রী রয়েছে তাতে! কিন্তু বেশ ঝুলে ঝুলে যাচ্ছেন যাত্রীরা সেটা চোখে পড়তেই অটো থামানোর নির্দেশ দেন অফিসার পাণ্ডে।

এর পর সকলকে আঁকে একে অটো থেকে নামতে বলেন। আর যাত্রীরা সকলে নিচে নেমে এলে কতজন যাত্রী ছিল সেটা গুনতেই মাথায় হাত পুলিশকর্মীদের! গুনে দেখা যায়, নয় নয় করে ১৯ জন যাত্রী! অর্থাৎ অতিরিক্ত যাত্রী নিয়েই গন্তব্যের দিকে যাচ্ছিল অটোটি। এর পর ওই পুলিশ অফিসারটি জিজ্ঞেস করেন, ‘ড্রাইভার কে… কত জন লোক আছে অটোতে… অটোতে ওঠার সময় গোনা হয়েছিল কি?’ এর পর অটোচালক জানান যে, রওনা হওয়ার সময় গাড়িতে কত জন যাত্রী উঠেছিলেন, সেটা গুনতে পারেননি তিনি।

আরো খবর: মেসিকে নিয়ে আ’স’তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খর’চ হবে ১০০ কোটি!

এর পরেই গাড়ি সাইড করতে বলেন পুলিশকর্মীরা। গাড়ির চালককে নির্দেশ দেওয়া হয় গাড়ির মালিককে ফোন করে এটা বলতে যে, গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! নিজের হ্যান্ডেল থেকে ওই ভিডিও-তে এক পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘এই দেখুন মৃত্যুর বার্তা নিয়ে চলেছে এরা… তা-ও এত দ্রুত গতিতে…’! এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুব ভাইরাল হয়েছে।

এছাড়াও পুলিশ ইনস্পেক্টর ভগবত প্রসাদ পাণ্ডে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ আছেন। হামেশাই তাঁর নানা ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর পোস্ট করা অটোর এই ভিডিওটির ভিউ প্রায় দেড় লক্ষ। ৬ হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছে। এটি রিট্যুইট করা হয়েছে ৮০০ বার। আর কমেন্ট বক্সও প্রচুর কমেন্ট পড়েছে এর মধ্যেই।