সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে ও কখন পেট্রোল-ডিজেলের দাম ক’ম’বে? উ’পা’য় বলে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

গতবছরের শেষভাগ থেকে পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের দাম কমানো নিয়ে আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। এদিকে পেট্রোল-ডিজেলের দাম অনবরত বাড়তে থাকায় সাধারণের মনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর জন্য এই দুই জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তবে কেন্দ্রের সেই প্রস্তাব মানতে রাজি নয় রাজ্য।

এমতাবস্থায় পেট্রোল-ডিজেলের দাম কবে কমবে সেই নিয়ে সাধারণের মনে প্রশ্ন উঠছে। যতক্ষণ না পেট্রোলকে GST-র আয়ত্তায় আনতে দিচ্ছে রাজ্য সরকার ততক্ষণ পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে তিনি বলেন রাজ্য সরকারের জারি করা ট্যাক্সের কারণে রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে।

তিনি আরো জানিয়েছেন, কেন্দ্র সরকার পেট্রোলের উপর ৩২ টাকা প্রতি লিটারে কর নেয়। কাচাতেলের দাম ব্যারেল প্রতি ১৯ ডলার ছিল তখন ওই একই কর নেওয়া হতো বলে তিনি জানিয়েছেন। এই অর্থ কেন্দ্রীয় সরকার রেশন, ঘর এবং উজ্জ্বলা স্কিম, বিনামূল্যে এলপিজি, কৃষক এবং সাধারণ মানুষের জন্য চালু করা নানান স্কিমে কাজে লাগানো হয় বলে জানানো হয়েছে।

এখন যদি পেট্রোল এবং ডিজেলের দাম জিএসটির আওতায় আনা সম্ভব হয় তাহলে লিটারপ্রতি পেট্রোলের দাম নেমে আসবে ৭৫ টাকায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে লক্ষ্ণৌতে আয়োজিত জিএসটি বৈঠকে প্রত্যেক রাজ্যের প্রতিনিধির কাছে পেট্রোল-ডিজেলের দাম জিএসটির আওতায় আনার প্রস্তাব রাখেন। তবে রাজ্যের বিরোধিতায় সেই প্রস্তাব খারিজ হয়ে যায়।