সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে আ’স’ছে Honda Benly, চলছে পরীক্ষা

হন্ডার নতুন ইলেকট্রিক স্কুটারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গ্রাহকের মনে নানান জল্পনা দেখা দিয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে হন্ডা কোম্পানির ইলেক্ট্রিক স্কুটার Benly টেস্টিংয়ে দেখা গেল। অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) এই ইলেক্ট্রিক স্কুটার টেস্টিং করতে শুরু করে দিয়েছে। 2019 সালের টোকিও মোটর শোতে প্রথম এই ইলেক্ট্রিক স্কুটারটি লঞ্চ করেছিল সংশ্লিষ্ট সংস্থা।

Benly e I, Benly e I Pro, Benly e II and Benly e II Pro মোট চারটি ভেরিয়েন্টের আলাদা আলাদা রেঞ্জের স্কুটার লঞ্চ করা হয়েছে। স্কুটারের লুকস অত্যন্ত সাধারণ। ষড়ভুজাকার LED লাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্কুটারের সামনে বাসকেট রাখা হয়েছে। এই স্কুটারে মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইস চার্জ করার ব্যবস্থাও রয়েছে। রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি।

EF07M AC সিক্রোনাস মোটর যা সর্বোচ্চ 3.75 bhp শক্তি ও 13 Nm টর্ক ক্ষমতা দিতে পারে। Benly e II ও Benly e II Pro ভেরিয়েন্টে এক চার্জে 43 km পর্যন্ত পথ যাবে। জাপানে প্রধানত ফুড ডেলিভারি সংস্থার জন্য এমন স্কুটার জনপ্রিয়তা পেয়েছে। কেবল সাদা রংয়ের হয় এই স্কুটার। এবার এই প্রোডাক্টটি ভারতৈও লঞ্চ করার কথা ভাবছে সংশ্লিষ্ট সংস্থা। জাপানের মত ভারতের বাজারেও স্কুটার বেশ জনপ্রিয় হয়ে উঠবে, এমনটাই আশা রাখছেন নির্মাতারা।

প্রসঙ্গত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পেট্রোল ডিজেল চালিত গাড়ি তুলনায় বৈদ্যুতিক গাড়ি কিংবা বাইকের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বর্তমান অগ্নিমূল্যের বাজারে পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। এমতাবস্থায় পথ দেখাতে পারে বৈদ্যুতিক দু চাকা এবং চারচাকা। তাই মানুষের আগ্রহ বৈদ্যুতিন গাড়িগুলির প্রতি বাড়ছে।